বার্মিংহ্যাম: অধিনায়ক হিসেবে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে দলকে ফাইনালে তুলেছেন বিরাট কোহলি। রবিবার জিতলেই ট্রফি। প্রতিপক্ষ পাকিস্তান। অনেকেই বলছেন ম্যাচটা একপেশে হবে। ভারতের সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না পাকিস্তান। ক্রিকেট পণ্ডিত থেকে শুরু করে সাধারণ দর্শক, সবাই বলছেন এই কথা। ভারত অধিনায়কও নিশ্চয়ই জানেন, রবিবারের ফাইনালে তার দল ঢের এগিয়ে। এজবাস্টনে গ্রুপ ম্যাচে পাকিস্তানকে ১২৪ রানে উড়িয়ে দিয়ে সেটাই তো দেখিয়ে দিযেছে ভারত।
রবিবাসরীয় এই ম্যাচের অাগে বিরাট বলে দেন,
‘আমরা ম্যাচটা নিয়ে উত্তেজনায় ভুগতে চাই না। আবার চাপেও থাকতে চাই না। আমরা স্বাভাবিক থাকতে চাই। স্কিল ও আত্মবিশ্বাস, অামরা ভারসাম্য মেপে চলতে চাই। আমরা কী করতে পারি, সেটা আমরা জানি। এই নিয়ে আমরা আত্মবিশাসী। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ।’
গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচের কথা মনে রাখতে নারাজ বিরাট। তিনি বলেন,
‘না, ওই ম্যাচের সঙ্গে এই ম্যাচটা এক করে দেখার সুযোগ নেই। কীভাবে একটা দল টুর্নামেন্ট শুরু করবে তা অাগে থেকে বলা যায় না। কোন দল ভাল শুরু করেও পরে গিয়ে ধাক্কা খায়। কোন দল আবার খারাপ শুরু করেও দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পাকিস্তান সেটাই করেছে। তাদের শুরু ভাল না হলেও বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়েছে।’
ফাইনাল ম্যাচ নিয়ে সতর্ক বিরাট। মনে করেন, পাকিস্তান দলের যে কোন কিছু করার ক্ষমতা আছে। দলে ট্যালেন্টের অভাব নেই। তাই নিজেদের সতর্ক রাখছেন কোহলি। বললেন,
‘আমরা খুবই সতর্ক। আমাদের সতর্ক থাকতে হবে। কারণ, ওই দলে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। তাদের দিনে তারা বিশ্বের যে কোন দলকে হারিয়ে দিতে পারে। পাকিস্তান দলের এই সামর্থ্য আছে, এটা আমরা সবাই জানি। তাই আমরা পুরোপুরি সতর্ক।’
রবিবার জমজমাট লড়াই দেখতে পাচ্ছেন বিরাট কোহলি। বলেন,
‘হ্যাঁ, আমি নিশ্চিত যে ভাল একটা লড়াই, ভাল একটা ম্যাচ হতে চলেছে। কারণ, দুটি দলই জিততে চায়। তারা এই ম্যাচের জন্য খুব পরিশ্রম করছে। দারুণভাবে ফাইনালে উঠেছে। দুটি দলই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। দুটি দলের ১১ জন করে সেরাটা যদি দেয় তাহলে ভাল একটা লড়াই হবে। প্রথম ম্যাচের প্রসঙ্গ এখানে আসতেই পারে না।’