Dambulla: India's Virat Kohli with team mates celebrates the wicket of Sri Lanka's Chamara Kapugedera during the first ODI match at Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla, Sri Lanka, on Sunday. PTI Photo by Manvender Vashist(PTI8_20_2017_000161A) *** Local Caption ***

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্য়াচটিও জিতে নিল ভারত। আর তার সঙ্গে সঙ্গে চরম লজ্জা নেমে এল শ্রীনঙ্কান ক্রিকেটে। ২০১৯ বিশ্বকারে সরাসরি খেলার যোগ্য়তা হারাতে চলেছে ১৯৯৬-এর বিশ্ব চ্য়াম্পিয়নরা। পরবর্তী বিশ্বকাপের আসর ইংল্য়ান্ড ও ওয়েলসে বসতে চলেছে। চলবে ৩০ মে থেকে ১৫ জুলাই। সেখানে বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য় উপুল থারাঙ্গা, চামারা কাপুগেদেরা, লাসিথ মালিঙ্গাদের কোয়ালিফায়ারে জিতে যোগ্য়তা অর্জন করতে হবে। নাহলে আগামী বিশ্বকাপ শ্রীলঙ্কা ছাড়াই অনুষ্ঠিত করবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে তালিকায় প্রথম যে আটটি দল থাকবে, তাদেরকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্য়তা দেবে আইসিসি। তালিকার পরবর্তী দলগুলির মধ্য়ে প্রথম চারটি দলকে কোয়ালিফায়ারে অংশ নিয়ে কোয়ালিফাই করে আসতে হবে। চলতি সিরিজে শ্রীলঙ্কাকে অন্তত ২টি ম্য়াচ জিততেই হত। কিন্তু পাঁচ ম্য়াচের সিরিজে ৪-০ ফলে পিছিয়ে সেই যোগ্য়তা হারাতে চলেছে শ্রীলঙ্কা। তালিকায় ননম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে উঠে আসতে চলেছে। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে শ্রীলঙ্কার চলতি সিরিজের পর আর কোনও ম্য়াচ নেই। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ এখনও হাতে ছটি ওয়ান-ডে ম্য়াচ পাচ্ছে।

বৃহস্পতিবার কলম্বোর ক্ষেত্ররামার আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৬৮ রালের বিশাল ব্য়াবধানে হারাল ভারত। প্রথমে ব্য়াট করে ভারত ৩৭৫ রান তোলে। শতরান করেন অধিনায়ক বিরাট কোহলি (৯৬ বলে ১৩১) ও রোহিত শর্মা (৮৮ বলে ১০৪)। জবাবে ব্য়াট করতে নেমে ৪২.৪ ওভারে ২০৭ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কান ব্য়াটিং লাইন-আপ। ম্য়াচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ম্য়াচটা আমাদের জন্য় ভালো কাটল। সিরিজ জেতার আনন্দে আমরা আত্মতু্ষ্টিতে ভেসে যেতে চাইনি। এনিয়ে আমরা কথা বলেছিলাম ড্রেসিংরুমে। আমরা যেমন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম, মাঠে সব খেটে গিয়েছে। আমরা আমাদের পারফরমেন্সে সন্তুষ্ট। ভারত অধিনায়ক আরও বলেন, টসে জিতলে প্রথমে ব্য়াট করব, আগেই ঠিক করে নিয়েছিলাম। কারণ, সিরিজের আগের তিনটি ম্য়াচে আমরা আগে ব্য়াট করতে পারিনি। আজ যে উইকেটে খেলা হয়েছে, ব্য়াটিংয়ের জন্য় আদর্শ ছিল। বল ব্য়াটে ঠিক মতো আসছিল। ফলে, টসে জেতাটা আমাদের উপকারে লেগেছে। এই ম্য়াচে আমরা তিনটি নতুন মুখকে সুযোগ দিয়েছিলাম। অবশ্য়ই তাদের আবারও সুযোগ দেওয়া হবে। ব্য়াটিং অর্ডারে আগামী দিনে আরও পরিবর্তন হবে। যাকে যাকে দিয়ে আমরা যে যে কাজটা করাতে চাই, তারা যতক্ষণ না সে জায়গাটায় মানিয়ে নিতে পারছে, আমরা ততদিন পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যাবো।

SHARE

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ খেলা নিয়ে যজুবেন্দ্র চহেল বললেন কথা, পাকিস্তানকে দিলেন মনের মত জবাব

পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ খেলা নিয়ে যজুবেন্দ্র চহেল বললেন কথা, পাকিস্তানকে দিলেন মনের মত জবাব
কাশ্মীরের পুলওয়ামাতে ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ের উপর সন্ত্রাসবাদীরা হামলা করে দিয়েছিল।যাতে এখনো পর্যন্ত ৪০ এর বেশি জওয়ান...

অতিথি দিল খেল বড়ো ধাক্কা, পিঠে লাগা চোটের কারণে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেলেন এই তারকা খেলোয়াড়

অতিথি দিল খেল বড়ো ধাক্কা, পিঠে লাগা চোটের কারণে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেলেন এই তারকা খেলোয়াড়
বর্তমানে ওয়েস্টইন্ডিজ আর ইংল্যাণ্ডের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে। এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২০...

নিউজিল্যান্ড সফরে এই জোরে বোলারের খারাপ প্রদর্শন দেখে ক্ষুব্ধ জাহির খান, জমিয়ে করলেন তিরস্কার

নিউজিল্যান্ড সফরে এই জোরে বোলারের খারাপ প্রদর্শন দেখে ক্ষুব্ধ জাহির খান, জমিয়ে করলেন তিরস্কার
ভারতীয় টিম ম্যানেজমেন্ট গত দীর্ঘ সময় ধরে একজন বাঁহাতি জোরে বোলারের সন্ধান করছে। বাঁহাতি জোরে বোলারের সন্ধানে...

পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ ২০১৯ এর ম্যাচ খেলা নিয়ে প্রাক্তন ক্রিকেটার আর বিজেপি মন্ত্রী চেতন চৌহান দিলেন বয়ান

পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ ২০১৯ এর ম্যাচ খেলা নিয়ে প্রাক্তন ক্রিকেটার আর বিজেপি মন্ত্রী চেতন চৌহান দিলেন বয়ান
কাশ্মীরের পুলওয়ামাতে ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ের উপর সন্ত্রাসবাদীরা হামলা করে দিয়েছিল।যাতে এখনো পর্যন্ত ৪০ এর বেশি জওয়ান...

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ দিলেন বয়ান, জানালেন ভারতের সিদ্ধান্ত

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ দিলেন বয়ান, জানালেন ভারতের সিদ্ধান্ত
কাশ্মীরের পুলওয়ামাতে ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ের উপর সন্ত্রাসবাদীরা হামলা করে দিয়েছিল।যাতে এখনো পর্যন্ত ৪০ এর বেশি জওয়ান...