Dambulla: India's Virat Kohli with team mates celebrates the wicket of Sri Lanka's Chamara Kapugedera during the first ODI match at Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla, Sri Lanka, on Sunday. PTI Photo by Manvender Vashist(PTI8_20_2017_000161A) *** Local Caption ***

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্য়াচটিও জিতে নিল ভারত। আর তার সঙ্গে সঙ্গে চরম লজ্জা নেমে এল শ্রীনঙ্কান ক্রিকেটে। ২০১৯ বিশ্বকারে সরাসরি খেলার যোগ্য়তা হারাতে চলেছে ১৯৯৬-এর বিশ্ব চ্য়াম্পিয়নরা। পরবর্তী বিশ্বকাপের আসর ইংল্য়ান্ড ও ওয়েলসে বসতে চলেছে। চলবে ৩০ মে থেকে ১৫ জুলাই। সেখানে বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য় উপুল থারাঙ্গা, চামারা কাপুগেদেরা, লাসিথ মালিঙ্গাদের কোয়ালিফায়ারে জিতে যোগ্য়তা অর্জন করতে হবে। নাহলে আগামী বিশ্বকাপ শ্রীলঙ্কা ছাড়াই অনুষ্ঠিত করবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে তালিকায় প্রথম যে আটটি দল থাকবে, তাদেরকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্য়তা দেবে আইসিসি। তালিকার পরবর্তী দলগুলির মধ্য়ে প্রথম চারটি দলকে কোয়ালিফায়ারে অংশ নিয়ে কোয়ালিফাই করে আসতে হবে। চলতি সিরিজে শ্রীলঙ্কাকে অন্তত ২টি ম্য়াচ জিততেই হত। কিন্তু পাঁচ ম্য়াচের সিরিজে ৪-০ ফলে পিছিয়ে সেই যোগ্য়তা হারাতে চলেছে শ্রীলঙ্কা। তালিকায় ননম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে টপকে আট নম্বরে উঠে আসতে চলেছে। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে শ্রীলঙ্কার চলতি সিরিজের পর আর কোনও ম্য়াচ নেই। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ এখনও হাতে ছটি ওয়ান-ডে ম্য়াচ পাচ্ছে।

বৃহস্পতিবার কলম্বোর ক্ষেত্ররামার আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৬৮ রালের বিশাল ব্য়াবধানে হারাল ভারত। প্রথমে ব্য়াট করে ভারত ৩৭৫ রান তোলে। শতরান করেন অধিনায়ক বিরাট কোহলি (৯৬ বলে ১৩১) ও রোহিত শর্মা (৮৮ বলে ১০৪)। জবাবে ব্য়াট করতে নেমে ৪২.৪ ওভারে ২০৭ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কান ব্য়াটিং লাইন-আপ। ম্য়াচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ম্য়াচটা আমাদের জন্য় ভালো কাটল। সিরিজ জেতার আনন্দে আমরা আত্মতু্ষ্টিতে ভেসে যেতে চাইনি। এনিয়ে আমরা কথা বলেছিলাম ড্রেসিংরুমে। আমরা যেমন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম, মাঠে সব খেটে গিয়েছে। আমরা আমাদের পারফরমেন্সে সন্তুষ্ট। ভারত অধিনায়ক আরও বলেন, টসে জিতলে প্রথমে ব্য়াট করব, আগেই ঠিক করে নিয়েছিলাম। কারণ, সিরিজের আগের তিনটি ম্য়াচে আমরা আগে ব্য়াট করতে পারিনি। আজ যে উইকেটে খেলা হয়েছে, ব্য়াটিংয়ের জন্য় আদর্শ ছিল। বল ব্য়াটে ঠিক মতো আসছিল। ফলে, টসে জেতাটা আমাদের উপকারে লেগেছে। এই ম্য়াচে আমরা তিনটি নতুন মুখকে সুযোগ দিয়েছিলাম। অবশ্য়ই তাদের আবারও সুযোগ দেওয়া হবে। ব্য়াটিং অর্ডারে আগামী দিনে আরও পরিবর্তন হবে। যাকে যাকে দিয়ে আমরা যে যে কাজটা করাতে চাই, তারা যতক্ষণ না সে জায়গাটায় মানিয়ে নিতে পারছে, আমরা ততদিন পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যাবো।

 • SHARE
  A sports enthusiast and a critic. Journalism is all about being unbiased to create positive influence from negative angle.

  আরও পড়ুন

  বিরাটের কাছেই স্পিন খেলা শিখেছি: স্টিভ স্মিথ

  বিরাটের কাছেই স্পিন খেলা শিখেছি: স্টিভ স্মিথ
  বিশ্ব ক্রিকেটে এই মুহুর্তে তাদের মধ্যে চলছে শ্রেষ্ঠত্বের লড়াই। তা সত্ত্বেও এই দুজনের মধ্যে একে অপরকে সম্মান...

  তৃতীয় টি২০তে এই তারকার খেলা নিয়ে সন্দেহ

  পিটিআইয়ের একটি রিপোর্টের মোতাবিক তৃতীয় এবং ফাইনাল ওয়ান ডেতে জসপ্রীত বুমরাহের অংশ নেওয়া এখনও সন্দেহজন অবস্থায় রয়েছে।...

  বিশ্বকাপে ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন মুখ খুলনে নির্বাচক প্রধান

  বিশ্বকাপে ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন মুখ খুলনে নির্বাচক প্রধান
  ২০১৯ বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় বছর। তার আগে গত ২ বছর ধরেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয়...

  অনুষ্কাকে যাবতীয় কৃতিত্ব দিয়ে অবসর নিয়ে মুখ খুললেন কোহলি

  অনুষ্কাকে যাবতীয় কৃতিত্ব দিয়ে অবসর নিয়ে মুখ খুললেন কোহলি
  তার ব্যাটিং প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারও। সকলেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে তিনি ব্যাটিংয়ের জিনিয়াস। তামাম...

  প্রোটিয়াদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে যে যে রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট

  তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে ক্রিকেট বিশ্বের সকলেই। বিশ্বের সর্বকালের সেরা একদিনের ক্রিকেটার হিসেবে তাকে মেনেও নিয়েছেন সকলে।...