তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে দলের নেতা হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর গোটা দলের সঙ্গে রীতিমতো আনন্দের জোয়ারে ভেসে গেলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি।ওই ম্যাচে নেতা কোহলির অধিনায়কোচিত ইনিংসের পাশাপাশি কেদার যাদবের নজরকাড়া ইনিংসের সুবাদে ভারত অপ্রত্যাশিতভাবে ওই ম্যাচে জয় পায়। যদিও সে ম্যাচে ‘উইনিং শট’টি এসেছিল দলের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের চওড়া ব্যাট থেকে।অশ্বিন ছয় মেরে দলকে নিশ্চিত জয়ের সীমানায় ঠেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত প্রতিটা সমর্থকদের পাশাপাশি আনন্দে নেচে ওঠেন ভারতীয় ক্রিকেট দলের প্রতিটা সদস্য।এর মধ্যে সবচেয়ে বেশি খুশি দেখিয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে।ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের জয়ের আনন্দ উল্লাসের মধ্যে হঠাৎ দলনায়ক কোহলির একটি আচরণ সবাইকে অবাক করে দিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর আনন্দে ভাসতে থাকা ভারতীয় দলের প্রায় বেশিরভাগ ক্রিকেটার মাঠে নেমে আসেন। সেই সুযোগে কোহলির একজন খুদে সমর্থক দৌড়ে তাঁর কাছে চলে আসেন একটা সেলফির আবদার নিয়ে। যদিও সেখানে দেখা যায় ম্যাচ জয়ের আনন্দে বুদ হয়ে থাকা কোহলি সেই সেলফি তুলতে আসা ছোট্ট ভক্তকে দেখেও বার বার না দেখার ভান করতে থাকেন। ঠিক সে জায়গায় সেই ছোট্ট শিশুটি নিজের মোবাইল দেখিয়ে বারে বারে নিজের স্বপ্নের নায়কের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে গেল।শেষমেশ সেই ভক্তের সঙ্গে তিনি সেলফি তুললেও, মাঠে ভারতের সর্ব ফর্ম্যাটের ক্রিকেটের নেতা কোহলির এই আচরণ কেউই ভালো নজরে নেয়নি।
হার্দিক পান্ডিয়া কিন্তু নিরাশ করেননি শিশুদের