রাজকোট, ১৩ নভেম্বর: একটা নয়, দুটো নয়! গোটা পাঁচেক ক্যাচ ফেলাকে দুষলেন অধিনায়ক বিরাট কোহলি। রাজকোটে পাঁচ টেস্টের সিরিজে প্রথম ম্যাচের নিষ্পত্তি ড্র হওয়ায় দল নিয়ে বিশেষ খুশি নন তিনি। বরং ম্যাচটা একটা সময় হাত থেকে ফসকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। যার জন্য ভারতীয় অধিনায়ক দলের ফিল্ডিংকে একাংশ দায়ী করলেন। একই সঙ্গে পঞ্চম দিনে এসে দলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজের ব্যাখ্যা দেন বিরাট। জানান, পরিস্থিতি অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। কঠিন সময়ে কঠিন মানসিকতার পরিচয় দিয়ে সমস্যার সঙ্গে জুজতে শিখতে হবে।
পঞ্চম দিনের শেষে টেস্ট ম্যাচ বাঁচাতে যখন বাইশ গজে লড়াই করছে বিরাট, তখনও জেতা ছাড়া ভারতীয় অধিনায়কের মাথায় আর কিছু আসছিল না। তিনশো রান তাড়া করাটা সহজ ব্যাপার নয়। তার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। বলেন, ”এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এমন একটা পরিস্থিতিতে এর থেকে ভালো কিছু মাথায় আসবে না ঠিকই। পরিস্থিতি আমাদের বিপরীতে ছিল। কিন্তু আমরা পজিটিভ ছিলাম। রেজাল্টের জন্য আমরা ঝাঁপিয়ে ছিলাম। কিন্তু আমি নিশ্চিত, প্রথম দুটো দিন আমরা ভালো করতে পারতাম। যদি না পাঁচ-পাঁচটা ক্যাচের সুযোগ নষ্ট করতাম।”
বোলারদের প্রশংসায় অধিনায়ক বলেন, ”প্রথম দুদিন উইকেটটা ব্যাটসম্যানদের সহযোগী ছিল। এমন একটা উইকেটে বোলাররা দারুণ বল করেছে। তবে ইংলিশ বোলারদের কৃতিত্ব কম নয়। তবে ভাইজ্যাগে উড়ে যাওয়ার আগে আমাদের ভুলগুলো সুধরে নিতে হবে।”
এদিকে রাজকোট টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ড্র করল ইংল্যান্ড। দরকার ছিল মাত্র ৪ উইকেট। কিন্তু বিরাট ইংল্যান্ডের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াল। তবে জয় হাতছাড়া হওয়ায় হতাশ নন ইংল্যান্ড অধিনায়ক। রাজকোটে ৩০তম সেঞ্চুরি করার পর কুক বলেন, ”ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি। টস আমাদের পক্ষে গিয়েছে। ভারতের মাটিতে ৫৩০ রান জয়ের জন্য যথেষ্ট। আমাদের সামনে অবশ্য দুটো রাস্তা খোলা ছিল। নয় ম্যাচ জেতো, নইলে ড্র কর। দলে বাকিদের নিয়ে আমি গর্বিত। হাসিবের দ্বিতীয় ইনিংসটা দুর্দান্ত ছিল। স্পিনাররা অসাধারণ। আদিলও ভারতের বিরুদ্ধে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। আদিল ছাড়াও মইন আলি ও বাকিরা আমাদের গর্বিত করেছে।”