বিজয় শংকর নন, বরং এই ক্রিকেটার কেই বিশ্বকাপের দলে চার নম্বর স্থানে ব‍্যাট করতে দেখতে চান কৃষ শ্রীকান্ত 1

বিগতকয়েক বছর ভারতীয় ক্রিকেট দলের একটি বিষয় কে মাথা ব‍্যাথার কারন হয়ে উঠেছে বিরাট কোহলি, ব‍্যাটিং অর্ডারে চার নম্বর স্থানে কাকে খেলাবেন তা নিয়ে সন্দিহান ভারত অধিনায়ক। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটার কে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়েছে এক্ষেত্রে যদিও কেউ তেমন একটা প্রভাব ফেলতে ব‍্যার্থ। যদিও সম্প্রতি দলের তরফে আসা হয়েছিল এক সিদ্ধান্তে ।

বিজয় শংকর নন, বরং এই ক্রিকেটার কেই বিশ্বকাপের দলে চার নম্বর স্থানে ব‍্যাট করতে দেখতে চান কৃষ শ্রীকান্ত 2

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিজয় শঙ্করের পারফরম্যান্স তাকে সুযোগ করে দিয়েছিল ভারতের বিশ্বকাপ দলে। যদিও তার বাছাই নিয়ে কম জলঘোলা হয়নি।অনেকেই তার বদলে অম্বাতি রায়ডু কেই দেখতে চেয়েছিল দলে, যদিও শেষ অবধি তা হয়নি,বিষয়টি ব‍্যক্তিগত ভাবে ভালো ভাবে নেয়নি রায়ডু ও। অন‍্যদিকে শঙ্করকে নেওয়া কেন্দ্র করে যখন চারপাশে বিতর্কের উদ্রেক দেখা দিয়েছে তখন তাকে নেওয়ার কারন হিসাবে দলের নির্বাচকমন্ডলীর তরফে জানানো হয়েছিল এবারের বিশ্বকাপে দলকে ত্রি মাত্রিক নির্ভরতা দেবে শঙ্কর, এবং আসন্ন বিশ্বকাপে তাকেই দলের সবচেয়ে চর্চিত চার নম্বর স্থানে ব্যাটিং করতে দেখা যাবে এমনটাই জানানো হয়। বিষয়টি তে সম্মতি ছিলো বিরাটের।

বিজয় শংকর নন, বরং এই ক্রিকেটার কেই বিশ্বকাপের দলে চার নম্বর স্থানে ব‍্যাট করতে দেখতে চান কৃষ শ্রীকান্ত 3

চারপাশে যখন এত বিতর্ক এই বিষয়টি কে নিয়ে, ঠিক তখন গোটা বিষয়টি নিয়ে একটি সহজ সমাধান দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ শ্রীকান্ত।জানিয়েছেন তার মতে চার নম্বর স্থানে ব‍্যাটিং এর ক্ষেত্রে ধোনির বিকল্প কেউ হতেই পারে না। এই জায়গায় কেনো মাহির কথা ভাবা হচ্ছে না সেই বিষয়টাই রহস‍্য জনক ঠেকছে তার কাছে।

বিজয় শংকর নন, বরং এই ক্রিকেটার কেই বিশ্বকাপের দলে চার নম্বর স্থানে ব‍্যাট করতে দেখতে চান কৃষ শ্রীকান্ত 4

প্রসঙ্গত, ২০১১ সালে যে বছর বিশ্বকাপ জিতেছিলো ভারত, সেইদলের মুখ‍্য নির্বাচক ছিলেন শ্রীকান্ত। অন‍্যদিকে চার নম্বরে ব‍্যাট করতে নেমে দলের হয়ে ধোনির পারফরম্যান্স যথেষ্ট প্রশংসা সূচক। এক্ষেত্রে ৩০ টি ইনিংস খেলে ধোনির রান সংখ্যা ১৩৫৮ । গড় – ৫৬.৫৮।

বিজয় শংকর নন, বরং এই ক্রিকেটার কেই বিশ্বকাপের দলে চার নম্বর স্থানে ব‍্যাট করতে দেখতে চান কৃষ শ্রীকান্ত 5

প্রসঙ্গত, সম্প্রতি আগামী ৩০ শে মে থেকে শুরু হতে চলা বিশ্বকাপের দল ঘোষনা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই), শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে “মেন ইন ব্লু”।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক),শিখর ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *