ক্রিকেট মানেই আনন্দের খেলা। তা ভক্ত হোক বা ক্রিকেটার।সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু এমন ঘটনা অনেক কম দেখা যায় যে অ্যাম্পায়ার কোনো একটি টীম কে সাপোর্ট করে আনন্দিত হয়। গতকয়েকদিন ধরে বর্তমানের সবচেয়ে উন্নত সোশাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ব্যাটসম্যান ছক্কা মারার পর, অ্যাম্পায়ার হলেন আনন্দিত, শুরু করলেন ডান্স। সেই ভিডিও তে অ্যাম্পায়ার বলিউডের বিখ্যাত কমেডি অভিনেতা জনি লিভারের স্টাইলে ডান্স করতে থাকে। ভক্তরা সোশাল মিডিয়ায় এমন অ্যাম্পায়ারকে আইপিএলে চাইছেন।
#দেখে নিন সেই ভিডিও
This is the umpire we need in IPL. 😍 pic.twitter.com/w48qcSmVzn
— Godman Chikna (@Madan_Chikna) March 29, 2019
আপনাকে জানিয়ে রাখি গত কয়েকদিন ধরে অ্যাম্পায়ারদের নানারকম কর্মকান্ড সকলের নজরে পড়ছে। আইপিএলের এই সিজনের সপ্তম ম্যাচ মুম্বাই আর ব্যাঙ্গালুরুর টীমের মধ্যে খেলা হয়েছে। এই ম্যাচের শেষ বল মালিঙ্গা করেছিল। কিন্তু সেটা ভালভাবে দেখার পর জানা যায় যে মালিঙ্গার এই বল নো বল ছিল। এরপর ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি অ্যাম্পায়ার এস রবির উপর ক্ষুব্ধ হন। তারপর থেকে সোশাল মিডিয়ায় ট্রল হতে থাকেন তিনি। যদিও বিসিসিআই কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।