এমএস ধোনি (MS Dhoni) এখনও আইপিএলের (IPL) অন্যতম প্রিয় খেলোয়াড়। আইপিএল ২০২২ এর আগে, তার নতুন লুক ভাইরাল হয়েছে। এতে তাকে নতুন গোঁফে দেখা যাচ্ছে। ধোনি তার অধিনায়কত্বে ৪ বার চেন্নাই সুপার কিংসকে টি-টোয়েন্টি লিগের শিরোপা এনে দিয়েছেন। CSK-এর দলও টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে। এবার মাঠে নামছে মোট ১০টি দল। ফাইনাল খেলা হবে ২৯ মে।
Cue the 🥁🥁🥁, 'cause he is 🔙 in a new avatar!
How did you react to #DhonisNewLook? Let us know with an emoji! pic.twitter.com/Kv6qMr6iz5
— Star Sports (@StarSportsIndia) February 26, 2022
আইপিএল সম্প্রচারকারী স্টার স্পোর্টস (Star Sports) টি-টোয়েন্টি লিগের প্রোমোর একটি টিজার প্রকাশ করেছে। এর মধ্যে এমএস ধোনিই রয়েছেন ড্রাইভার। কিছুদিন পর পূর্ণাঙ্গ প্রোমো প্রকাশ করা হবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এখন তারা শুধু আইপিএল খেলে। চলতি মরসুমে দুই নম্বরে থাকার সময়ই নাম দিয়েছেন তিনি। তিনি পেয়েছেন ১২ কোটি টাকা। অন্যদিকে, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) পেয়েছেন সর্বোচ্চ ১৬ কোটি টাকা। তবে করোনার কারণে লিগ রাউন্ডের সব ৭০টি ম্যাচই অনুষ্ঠিত হবে শুধুমাত্র মহারাষ্ট্রে।