ক্রিকেট ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা । আন্তর্জাতিক ক্রিকেটের বাকি সব ফর্ম্যাটের মতোই এক দিনের আন্তর্জাতিকেও ভারতের সাফল্য অসাধারণ । আজ পর্যন্ত মোট ২৩ জন ক্রিকেটার ভারতের হয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তবে সবার সাফল্য সমান নয় ।
আজ আমরা সংক্ষেপে কথা বলব সেই শীর্ষ ৫ ভারতীয় অধিনায়কের ব্যাপারে যারা সর্ব্বাধিক এক দিনের আন্তর্জাতিক বিজেতার অধিকারী ।
৫। কপিল দেব (অধিনায়ক হিসেবেঃ এক দিনের আন্তর্জাতিক ম্যাচ – ৭৪ টি; জয়ী – ৩৯ টি)

ভারতের সর্বপ্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এই তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে অবস্থিত । তৎকালীন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ভারতের হয়ে মোট ৭৪ টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন যেখানে ৩৯ টি ম্যাচে ভারত জয়লাভ করে । ১৯৮২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ভারতের হয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন যেখানে তাঁর সেরা ফল ছিল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় ।