বিশ্বের সবচেয়ে দামি টি-২০ লীগ আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি মরশুম খেলা হয়েছে এবং বর্তমানে এই লীগের পঞ্চদশ সংস্করণের খেলা চলছে। আইপিএলের জনপ্রিয়তা সারা বিশ্বেই ছেয়ে রয়েছে। সকলেই এই লীগ নিয়ে উৎসাহিত। ক্রিকেটের এই ছোট ফর্ম্যাট অর্থাৎ আইপিএলে এমন বেশকিছু রেকর্ড হয়েছে যা ভাঙা মুশকিল। আইপিএলে ব্যাট আর বল ছাড়াও ফিল্ডিংয়েরও একটা আলাদা গুরুত্ব রয়েছে। আপনারা আইপিএলে এমন কিছু ফিল্ডারদের অসাধারণ ক্যাচ ধরতে দেখে থাকবেন, কিন্তু আপনারা কী জানেন আইপিএলের ইতিহাসের কোন কোন ক্রিকেটার রয়েছেন, যারা নিজেদের ফিল্ডিংয়ে সমর্থকদের মন জয় করেছেন? যদি না জেনে থাকেন তো চলুন আমরা এই প্রতিবেদনে আপনাদের আইপিএলের ইতিহাসের এমন ৫ জন প্লেয়ারদের ব্যাপারে জানাবো, যারা দুর্দান্ত ফিল্ডিংয়ের মাধ্যমে সমর্থকদের মন জয় করে নিয়েছেন।
৫. সুরেশ রায়না
সুরেশ রায়না আইপিএলে নিজেদের অসাধারণ ফিল্ডিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয়। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা সুরেশ রায়না আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন। রায়না আইপিএলের গত ১২টি মরশুমে চেন্নাই সুপার কিংস আর গুজরাট লায়ান্সের হয়ে খেলা ১৯৩টি ম্যাচে ১০২টি ক্যাচ নিয়েছেন। তিনি আইপিএলের ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি এই পয়সাবহুল লীগের একশোর বেশি ক্যাচ নিয়েছেন। তবে রায়না আইপিএলের বর্তমান সংস্করণে অংশ নেননি। কিন্তু তিনি আইপিএলের সেরা ফিল্ডারদের তালিকায় আজও সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।