Top 5: এই পাঁচ অধিনায়ক চলতি বছরেই শেষবারের মতো নিজের দেশকে নেতৃত্ব দিয়েছেন ! 1
2 of 5
Use your ← → (arrow) keys to browse

জো রুট

Top 5: এই পাঁচ অধিনায়ক চলতি বছরেই শেষবারের মতো নিজের দেশকে নেতৃত্ব দিয়েছেন ! 2

ইংল্যান্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যানের তকমা দেওয়া হয় তারকা ব্যাটসম্যান জো রুটকে। রুট চলতি বছরের শুরুতে টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন কারণ তার দল ১৭ টেস্টের মাত্র ১ টেস্ট জেতে। নিউজিল্যান্ড, ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে পরাজয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে পরাজিত হারতে হয় তাদের। রুট ইংল্যান্ডের নেতৃত্বে ২৭টি টেস্ট জিতেছেন, যা একজন ইংল্যান্ড অধিনায়কের দ্বারা সবচেয়ে বেশি। তবে ২৬টি টেস্টে হেরেছেন যেটা ইংল্যান্ড অধিনায়ক হিসেবেও সর্বাধিক।

2 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.