ভারতীয় দলের ভবিষ্যৎ ব্যাটিং নির্ভরতা যেতে পারে যে চারজন ব্যাটসম্যানের হাতে 1

গত দশ বছরে টিম ইন্ডিয়ার ম্যাচ জয়ের পরিসংখ্যান দেখলে অনেক ক্রিকেতভক্তই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কেননা বিভিন্ন দেশের সাথে ভারত দক্ষতার পরিচয় দিয়ে বহু সিরিজ নিজেদের করে নিয়েছে। অন্যদিকে টিম ইন্ডিয়ার এই সন্তোষজনক পারফরম্যান্সে দলের হয়ে পারফর্ম করে যাচ্ছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ভুবনেশ্বর কুমার ও কুলদিপ যাদবের মত ক্রিকেটাররা। এতো গেল অভিজ্ঞদের কথা। এবার যানা যাক ক্রিকেটে দেশের হয়ে ভবিষ্যতে মাঠ মাতাতে পারেন এমন চারজন ব্যাটসম্যানের কথা।

৪। রবিকুমার সমরাথ ভারতীয় দলের ভবিষ্যৎ ব্যাটিং নির্ভরতা যেতে পারে যে চারজন ব্যাটসম্যানের হাতে 2

ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান রবিকুমার এখন পর্যন্ত ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৮৩ ইনিংস ব্যাটিং করে ৪২.৮৮ গড়ে ৩৩৪২ রান করেছেন। ইতিপূর্বে কর্নাটকের হয়ে মাঠ মাতানো দুই ক্রিকেটার মানিষ পাণ্ডে এবং লোকেশ রাহুল জাতীয় দলে তাঁদের জায়গা পাকা করেছেন। অন্যদিকে ‘এ’ দলের হয়েও খেলার সুযোগ হয়েছে রবিকুমারের যেখানে নির্বাচকরা তাঁকে রেখেছেন নিবিড় পর্যবেক্ষনে। তাছাড়া রঞ্জি ট্রফি ২০১৭-১৮ সিজনে ১২ ইনিংসে ৫৯.২৭ গড়ে ৬৫২ রান করেছেন এই ব্যাটসম্যান।

৩। প্রিয়াঙ্ক পাঁচলভারতীয় দলের ভবিষ্যৎ ব্যাটিং নির্ভরতা যেতে পারে যে চারজন ব্যাটসম্যানের হাতে 3

গুজরাটের ওপেনার প্রিয়াঙ্ক পাঁচল ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও মিডিয়াম পেস বল করতে পারেন। আহমেদবাদে জন্ম নেয়া এই ক্রিকেটার ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১০৭ ইনিংসে ৪৫.২৯ গড়ে নিজের নামের পাশে যুক্ত করেছেন ৪৫৭৫ রান।

আক্রমণাত্মক এই ব্যাটসম্যান ২০১৭-১৮ সিজনে রঞ্জি ট্রফিতে সাত ম্যাচে ১০ ইনিংস ব্যাট করে করেছেন ৫৪২ রান। অন্যদিকে ২০১৮-১৯ বিজয় হাজারি ট্রফিতে ইতোমধ্যে আট ম্যাচে ৩৬৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন সবার উপরে।

২। হনুমা বিহারী ভারতীয় দলের ভবিষ্যৎ ব্যাটিং নির্ভরতা যেতে পারে যে চারজন ব্যাটসম্যানের হাতে 4

অন্ধ্র প্রদেশের হয়ে তিন ফরম্যাটেই মাঠ মাতানো ব্যাটসম্যান হনুমা বিহারীর সাদা পোশাকে অভিষেক হয় গত ইংল্যান্ড সিরিজে। ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম বোলার হিসেবেও অফ-ব্রেক বল করতে পারেন এই ক্রিকেটার।

টিম ইন্ডিয়ার অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী দলে থাকা এই ক্রিকেটার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন। ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বিহারী ৫৯.০৬ গড়ে করেছেন ৫১৯৮ রান। ‘এ’ দলেও নিয়মিত মুখ হিসেবেই দেখা যায় তরুণ এই ক্রিকেটারকে।

১। আনমলপ্রীত সিং ভারতীয় দলের ভবিষ্যৎ ব্যাটিং নির্ভরতা যেতে পারে যে চারজন ব্যাটসম্যানের হাতে 5

২০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান আনমলপ্রীত এই বয়সেই তারকা খ্যাতি লাভ করতে শুরু করেছেন। অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে ১০ ইনিংস ব্যাট করে ৯৪.৭৭ গড়ে করেছেন ৮৫৩ রান। যেখানে ছিল তিনটি শতক হাঁকানো ইনিংস। অন্যদিকে ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে ৫ ম্যাচে করেছেন ৭৫৩ রান। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ২৬৭ রান। ২০১৮-১৯ সিজনে দুলীপ ট্রফিতে মাঠ মাতাতে নিজেকে প্রস্তুত করছেন এই ক্রিকেটার।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *