শীর্ষ ১০ একদিনের আন্তর্জাতিক অধিনায়কের মোট রান 1

১৫ নভেম্বর: লিডারশিপ! সবক্ষেত্রেই নেতূত্ব বা লিডারশিপ এই শব্দটা গুরুত্ব বহন করে এসেছে। শুধুমাত্র সমাজে নয়। ক্রীড়াক্ষেত্রেও এই নেতূত্ব দেওয়াকে আমরা গুরুত্ব সহকারে বিচার করি। ক্রিকেট মাঠেও যে অধিনায়ক নেতূত্বের একটা মূর্ত প্রতীক। যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বাকিরা। একজন অধিনায়ক যে কোন পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতূত্ব দেওয়ার ক্ষমতা রাখে। স্যার ডন ব্রাডম্যানের বিখ্যাত উক্তিটাও সেই সমস্ত অধিনায়কের জন্য– ”যারা সিদ্ধান্ত নেয় এটা জেনেই যে এর ফল কি হতে পারে এবং সেই সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব নিতে পারে, শুধুমাত্র এটা ভেবে নয় তাঁর সিদ্ধান্তটা ঠিক বা ভুল বলে, তার এই সিদ্ধান্তটা সাফল্য আনতে পেরেছে কিনা সেটা ভেবে।”
তবে অধিনায়কত্বের আসল মন্ত্রটা শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যাট হাতে তাদের অসামান্য দক্ষতা বিশ্ব ক্রিকেটে একটা উদাহরণ স্থাপন করেছে। এবার দেখে নেওয়া যাক সে সব প্রভাবশালী শীর্ষ ১০ একদিনের আন্তর্জাতিক অধিনায়কের মোট রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *