বোলাররাই এইবার বিশ্বকাপের গেম চেন্জার ! মনে করছেন লাসিথ মালিঙ্গা 1

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বহু চর্চিত বিশ্বকাপ ক্রিকেট।কেনিংটন ওভালে এবারের বিশ্বকাপের প্রথম ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা।এইবার এই টুর্নামেন্ট হবে চরম উত্তেজনাময়।কারন ১৯৯২ এর পর এই প্রথমবার রাউন্ড রবিন পদ্ধতিতে হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট।

বোলাররাই এইবার বিশ্বকাপের গেম চেন্জার ! মনে করছেন লাসিথ মালিঙ্গা 2

এইমুহুর্তে বিশ্বকাপে অংশগ্রহণকারী সবকটি দলকে দেখা যাচ্ছে ওয়ার্ম আপ ম‍্যাচে অংশগ্রহণ করতে।অর্থাৎ বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে সবকটি দেশ বর্তমানে নিজেদের শেষ মুহূর্তের প্রস্ততি সেরে রাখছে।

সদ‍্য শেষ ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড -পাক ওয়ানডে সিরিজে আমরা দেখেছি প্রায় প্রতি ম‍্যাচেই ৩০০ এর বেশি রান করছে দলগুলো, তাহলে এবার কি বিশ্বকাপের পিচ গুলো ব‍্যাটিং সহায়ক হতে চলেছে ? সকলের মনেই দেখা দিয়েছে এমন প্রশ্নের , যদিও এমনটা একেবারেই মনে করেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা।

বোলাররাই এইবার বিশ্বকাপের গেম চেন্জার ! মনে করছেন লাসিথ মালিঙ্গা 3

অতীতে আমরা দেখেছি ইংল্যান্ডের পিচ কেমন সাহায্য করেছে আর এবারও তার অন‍্যথা যে হবে না, সেই বিষয়ে আশাবাদী মালিঙ্গা।প্রসঙ্গত, এবারের শ্রীলঙ্কা দলের যা হতশ্রী অবস্থা সেক্ষেত্রে মালিঙ্গা কে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই হবে।

এবিষয়ে একটি সাক্ষাৎকারে লাসিথ বলেছেন “ক্রিকেট দিন দিন ব‍্যাটসম‍্যানদের খেলা হয়ে উঠলেও এখনও বোলাররা যে কোনও সময় ম‍্যাচের রঙ বদলে দিতে পারে,যে দলের কাছে স্কিলফুল বোলার আছে তাদের কাছে বিষয়টি বাড়তি এ্যডভান্টেজ “।

বোলাররাই এইবার বিশ্বকাপের গেম চেন্জার ! মনে করছেন লাসিথ মালিঙ্গা 4

প্রসঙ্গত,২০১৭ এর পর থেকে বিশ্ব ক্রিকেটে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে শ্রীলঙ্কার ক্রিকেট দল।বর্তমানে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেইদেশের ক্রিকেট সংস্কৃতি।এবছর বিশ্বকাপে কাউকেই তেমন ভাবে আলোচনায় পাত্তা দিতে দেখতে পাওয়া যাচ্ছে না ১৯৯৬ এর চ‍্যাম্পিয়ানদের।শুধু তাই নয়, অনেকেই ১০ দলের টুর্নামেন্টের একেবারে শেষ জায়গায় শেষ করতে দেখছে শ্রীলঙ্কা কে।তাই স্বাভাবিক ভাবেই এ কথা বলতে কোনও সমস্যা নেই যে এবারের বিশ্বকাপে এই দ্বীপ – রাস্ট্র টিকে যদি কিছু করে দেখাতে হয় তাহলে নিজেদের কে একেবারে অন‍্য মাত্রায় নিয়ে যেতে হবে‌।

বোলাররাই এইবার বিশ্বকাপের গেম চেন্জার ! মনে করছেন লাসিথ মালিঙ্গা 5

অন‍্যদিকে, সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে প্রাক্তন তারকা ক্রিকেটার মহেলা জয়বর্ধন কে বিশ্বকাপের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চেয়েছিলো।এবং বোর্ডের সেই প্রস্তাব শোনা মাত্র খারিজ করে দেয় জয়বর্ধনে। আগামী ১ লা জুন ,কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *