চলতি ক্রিকেট বিশ্বকাপে মূলারের ভারত কে সাপোর্ট করার এইটাই আসল কারন ! 1

গতকালের ঘটনা, তারকা জার্মান ফুটবলার টমাস মুলারের একটি ছবি দ্রুত ভাইরাল হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সেখানে ব‍্যাট হাতে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায় এই তারকা বিশ্বকাপ জয়ী ফুটবলারকে‌,সেখানে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিটি দেশকে শুভেচ্ছা জানালেও কোহলির জন‍্য ” ফিঙ্গার ক্রস “তার, কারন অতীতে আমরা কোহলি কে দেখেছি জার্মান ফুটবল দলকে সাপোর্ট করতে, আর এই বিষয়টি নজর এড়ায়নি তার।তাই সুযোগ পেয়ে বিশ্বসেরা হওয়ার মন্চে কোহলিকে তাতিয়ে দিলেন মুলার।স্বাভাবিক ভাবেই মুলারের এই টুইট মুহূর্তে হয়েছিল ভাইরাল।

চলতি ক্রিকেট বিশ্বকাপে মূলারের ভারত কে সাপোর্ট করার এইটাই আসল কারন ! 2

প্রসঙ্গত, এর আগে ব্রাজিলের ফুটবল তারকা ডেভিড লুইজ কে দেখা গেছে বিরাটদের সাপোর্ট করতে, এছাড়া ইংল্যান্ড দলের অধিনায়ক হ‍্যারি কেন কেও আমরা দেখে ছিলাম কোহলির সাথে সেল্ফি নিতে।

প্রসঙ্গত, এইবারের বিশ্বকাপে অন‍্যতম ফেবারিট দল হিসেবে এগিয়ে রয়েছে ভারত।গত কয়েক বছর একদিবসীয় ক্রিকেটে যেরকম ধারাবাহিকতা দেখিয়েছে কোহলিরা তাতে সেই সম্ভাবনা কে আরও দীর্ঘায়িত করেছে।সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো একাধিক দেশ কে তারা হারিয়েছে।এইমুহুর্তে ওডিআই র‍্যান্কিংয়ে দুই নম্বর স্থানে রয়েছে তারা।

প্রথম ওয়ার্ম আপ ম‍্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছিলো বিরাটরা,কিউয়িদের বিরুদ্ধে ছয় উইকেটে হারের পর ফের দ্বিতীয় ওয়ার্ম আপ ম‍্যাচে বাংলাদেশ কে হারিয়ে দেয় বিরাটরা, ম‍্যাচে দুরন্ত সেন্চুরি করেছিলেন কে এল রাহুল এবং ধোনি।অন‍্যদিকে তিনটি করে উইকেট পেয়েছেন ভারতের স্পিন স্তম্ভ কুলদীপ- চাহাল।

আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই), শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা (সহ অধিনায়ক), ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *