টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন এই ভারতীয় ক্রিকেটার 1

মঙ্গলবার, টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের তারকা মহিলা ক্রিকেটার মিতালী রাজ। বছর ৩৬ এর এই ক্রিকেটার তার যাবতীয় ফোকাস ২০২১ এর বিশ্বকাপের উপ‍র রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। ৫ ই আগষ্ট, ২০০৬ সালে দেশের হয়ে প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে খেলতে দেখা যায় মিতালীকে।প্রসঙ্গত, এইটা ছিলো ভারতের মহিলা ক্রিকেট দলের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচ।ম‍্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দেয় ভারত।

টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন এই ভারতীয় ক্রিকেটার 2

এযাবৎ ৮৯ টা টি টোয়েন্টি ম‍্যাচে খেলতে দেখা গেছে মিতালী কে। করেছেন ২,৩৬৪ রান।প্রসঙ্গত, সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম‍্যাচ খেলা ক্রিকেটারের তালিকায় ভারতীয় হিসেবে দ্বিতীয় তিনি।এমনকি ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এখনো অবধি তিনি একমাত্র ভারতীয় মহিলা ক্রিকেটার যেকিনা টি টোয়েন্টি ক্রিকেটে ২,০০০ রানের মাইলস্টোন পেরিয়েছে।

ডান-হাতি এই ব‍্যাটসম‍্যানের ১৭ টি অর্ধশতরান রয়েছে টেস্ট ক্রিকেটে। যা মহিলা ক্রিকেটে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।তার টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৯৭* রানের ইনিংস টি এসেছিলো ২০১৮ সালে জুন মাসে মালয়েশিয়া’র বিপক্ষে কুয়ালালামপুরে। এমনকি সেই সময় মহিলা টোয়েন্টি ক্রিকেটে ছিলো স‍র্বোচ্চ টি টোয়েন্টি রানের স্কোর ভারতের মহিলা ক্রিকেটে যা পরবর্তী সময়ে ভেঙে দেন হরমনপ্রীত কউর, শতরান করে।

টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন এই ভারতীয় ক্রিকেটার 3

তার টি টোয়েন্টি কেরিয়ারে ৩২ টি ম‍্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার অধিনায়কত্বে তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি।২০১২,২০১৪ এবং ২০১৬।এবং প্রতিবার গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেছিলো ভারতীয় ক্রিকেট দল। এদিন অবসর ঘোষণার দিন রাজ তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটা ধারনা দিয়েছেন।তার বক্তব্য, ” ২০০৬ সাল থেকে দেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করার পর আমি আমার যাবতীয় এনার্জি ২০২১ এর বিশ্বকাপের জন‍্য তুলে রাখতে চাই।কারণ দেশের জন্য একটা বিশ্বকাপ জেতার স্বপ্ন আমি বরাবর দেখে এসেছি এযাবৎ।আমি ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাদের এখনো অবধি, এমন সাপোর্টের জন্য।পাশাপাশি আসন্ন টি টোয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিপক্ষে ভালো কিছু করবে দল, এমনটাই আশা রাখছি ” ।

টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন এই ভারতীয় ক্রিকেটার 4

প্রসঙ্গত, আগামী ২৪ শে সেপটেম্বর থেকে ঘরের মাঠে সাউথ আফ্রিকা মহিলা ক্রিকেট দল ৫ ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে।এর আগে অবধি রাজের এই সিরিজে প্রতিনিধিত্ব করার থাকলেও, এখন আর এমনটা হতে দেখার কোনও রকম সম্ভাবনা নেই।এবছর মার্চ মাসে দেশের হয়ে শেষ বার মিতালী রাজকে শেষ বারের মতো দেশের হয়ে টি টোয়েন্টি ম‍্যাচে খেলতে দেখা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *