বাংলাদেশের ক্রিকেট দলের কোচের পদে এলেন এই প্রাক্তন সাউথ আফ্রিকার কোচ ! 1

প্রাক্তন সাউথ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গোকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে জাতীয় দলের কোচের ভূমিকায় নির্বাচিত করা হলো। তার সাথে দুবছরের চুক্তি করেছে সেদেশের ক্রিকেট বোর্ড। এবারের বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেট কোচের পদ থেকে সরেছেন স্টিভ রোডস।প্রসঙ্গত, টুর্নামেন্টে আট নম্বর পজিশনে শেষ করেছিলো বাংলাদেশ।সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কোচ ছাড়াই খেলেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। এবার রাসেল ডোমিঙ্গোর উপর দায়িত্ব তুলে দেওয়া বাংলাদেশের ক্রিকেট দলের আগামী দুই বছরের জন্য।আগামী ২১ শে আগষ্ট থেকে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে।

বাংলাদেশের ক্রিকেট দলের কোচের পদে এলেন এই প্রাক্তন সাউথ আফ্রিকার কোচ ! 2

রাসেলকে কোচ নির্বাচনের পরবর্তী সময়ে বিসিবি কোচ নাজমুল হাসান বলেন, ” আমরা সকলেই ওর চিন্তা ভাবনা দেখে ইমপ্রেসড।দলকে এগিয়ে নিয়ে যেতে ঠিক কিসের প্রয়োজন, সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রয়েছে ওর মাথায় “। অন‍্যদিকে বাংলাদেশের কোচের পদে নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যে মুখিয়ে আছেন রাসেল, তার বক্তব্য, ” বাংলাদেশের ক্রিকেট কে আমি এর আগেও ফলো করেছি।তাদের নতুন দিশা দেখানোর জন্য মুখিয়ে আছি আমি। একদিকে যেমন বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের উন্নতি সাধন করতে চান ঠিক তেমনই নতুনদের ও, তুলে আনতে চান রাসেল।

বাংলাদেশের ক্রিকেট দলের কোচের পদে এলেন এই প্রাক্তন সাউথ আফ্রিকার কোচ ! 3

সদ‍্য বের হওয়া আইসিসি’র র‍্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশ এই মুহূর্তে নবম টেস্ট দল, সপ্তম একদিবসীয় এবং দশম টি টোয়েন্টি দল। ২০০৪ সালে অনুর্ধ ১৯ বিশ্বকাপে সাউথ আফ্রিকা দলে কোচের ভূমিকায় দেখা গেছে ডোমিঙ্গোকে দেখা গেছিলো।পরবর্তী সময়ে সাউথ আফ্রিকা ” এ ” দলের সহকারী কোচের ভূমিকা পালন করেছিলেন তিনি।

২০১১ সালে সাউথ আফ্রিকা ক্রিকেট দলের সহকারী কোচের ভূমিকা পালন করেছিলেন তিনি।২০১২ সালে টি টোয়েন্টি দলের কোচের পদে আসেন ডোমিঙ্গো।একসময় নির্বাচিত হন সাউথ আফ্রিকার জাতীয় দলের কোচ।তার কোচিংয়ে ২০১৪ এর টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌছায় সাউথ আফ্রিকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *