হায়দ্রাবাদের ক্রিকেট এ্যশোসিয়েশনের প্রেসিডেন্টের পদে আবেদন করলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 1

হায়দ্রাবাদের ক্রিকেট এ্যশোসিয়েশনের প্রেসিডেন্টের পদে নির্বাচনে আবেদন করলেন মহম্মদ আজহারউদ্দিন।২০১৭ সালে একবার আবেদন করেছিলেন তিনি, যদিও সেইবার নির্বাচিত হননি তিনি।সম্প্রতি নির্বাচন কমিশনার ভিএস.সম্পথের কাছে আবেদন করেছেন তিনি ।

নব্বইয়ের দশকে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি, ৪৭ টি টেস্ট এবং ১৭৪ টি ওয়ানডে ম‍্যাচে দেশকে অধিনায়কত্ব দিয়েছিলেন তিনি।অন‍্যদিকে হায়দ্রাবাদের হয়ে খেলেছেন ২২৯ ফাস্ট- ক্লাস এবং ৪৩২ টি লিস্ট এ ম‍্যাচ।

হায়দ্রাবাদের ক্রিকেট এ্যশোসিয়েশনের প্রেসিডেন্টের পদে আবেদন করলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 2

৯৯ টি টেস্ট ম‍্যাচে ৬২১৫ রান করেছেন তিনি, অন‍্যদিকে ৩৩৪ ওয়ানডে ম‍্যাচে তার আছে ৯৩৭৮ রান।তার অধিনায়কত্বে ১৭৪ ওয়ানডে ম‍্যাচে ৯০ টি জিতেছিলো তিনি, ৪৭ টেস্ট ম‍্যাচে ১৪ টি টেস্টে।যা ছিলো সেই সময় একটি রেকর্ড। ২০০০ সালে ম‍্যাচ – ফিক্সিং এ নাম জড়ানোর পর থেকেই তার কেরিয়ারের এক নতুন মোর আসে।এরপর নির্বাসিত হয়েছিলেন তিনি,২০১২ সালে অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের তরফে তার উপর থেকে সকল প্রকার ব‍্যান তুলে নেওয়া হয়।

হায়দ্রাবাদের ক্রিকেট এ্যশোসিয়েশনের প্রেসিডেন্টের পদে আবেদন করলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 3

ব‍্যক্তিগত জীবনেও একাধিক বার খবরের শিরোনামে উঠে আসেন তিনি।প্রথম স্ত্রীকে ছেড়ে দেওয়ার পর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সঙ্গীতা বিজলানীর সাথে।পরবর্তী সময়ে জানা যায় তার সাথে সেই অভিনেত্রীর ডিভোর্স হয়েছে, কিন্তু পরবর্তী তা ভিত্তিহীন বলে ওড়ান এই জুটি।তাদের ছেলে খেলে গোয়ার হয়ে।

২০০৯ সালে, রাজনৈতিক দলে যোগদান করেন তিনি।এমনকি জয়লাভ পেয়েছিলেন তিনি এক্ষেত্রে।কিন্তু বর্তমানে তিনি নিজেকে ক্রিকেটের উন্নতির স্বার্থে কাজ করতে চান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *