ফের জেলে ঠাঁই হল এই বাংলাদেশী ক্রিকেটারের! 1

নারী নির্যাতনের মামলায় এদিনও বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আরাফত সানির জামিনের আবেদন নাকোচ করে দিল ঢাকার আদালত। এর ফলে আবারও জেলে ঠাঁই হল আরাফত সানির। একই সঙ্গে এদিন ঢাকা আদালতের প্রধান বিচারপতি সানিকে সাত দিনের রিমান্ডে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের আবেদনও খারিজ করে দিয়েছেন। সানিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো সহ আগামী সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল এই মামলার তদন্তের দায়িত্বে থাকা ঢাকা পুলিশ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শেষমেশ রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে সানিকে জেলে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৫ই ফেব্রুয়ারি এই মামলায় পরবর্তী জামিনের শুনানি হবে এবং আগামী ২রা মার্চে এই মামলার তদন্তকারিদের যাবতীয় রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কোহলির সাফল্যের নেপথ্যে নাকি এই আধ্যাত্মিক গুরুর হাত!

তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় জড়িয়ে গত ২২ জানুয়ারি ঢাকার সাভার থেকে গ্রেফতার হন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আরাফত সানি। মামলাটি করেছিলেন সানিকে নিজের স্বামী বলে দাবী করা নাসরিন সুলতানা নামক এক যুবতী। সানির বিরুদ্ধে অভিযোগ এনে নাসরিন জানিয়েছিলেন, ফেসবুকে তাঁর কিছু অন্তরঙ্গের ছবি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সানি। সেটারই ভিত্তিতে সানিকে গ্রেফতার করে ঢাকা পুলিশ।

কীভাবে ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

যদিও সানি নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। পরবর্তী সময়ে নাসরিন সুলতানা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগ আনেন সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে। যদিও এই মামলায় এর আগেও সানির জামিন আবেদন নাকচ করে দেয় ঢাকা আদালত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *