IPL-2019 – আরসিবিও খুঁজে বের করল বুমরাহের বিকল্প, বোলিং অ্যাকশন দেখে আপনারাও হয়ে যাবেন অবাক 1
Bengaluru: Royal Challengers Bangalore's Virat Kohli and Mumbai Indians' Jasprit Bumrah during a practice session in Bengaluru, on March 26, 2019. (Photo: IANS)

ভারতীয় ক্রিকেট দলের তারজা জোরে বোলার জসপ্রীত বুমরাহ বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দুর্দান্ত জোরে বোলারদের মধ্যে একজন। জসপ্রীত বুমরাহের সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট তার বোলিং লাইন আর আর সঠিক ইয়র্কার যা তিনি যে কোনো পরিস্থিতিতে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে ব্যবহার করেন বড়ো হাতিয়ার হিসেবে।

জসপ্রীত বুমরাহের বোলিং অ্যাকশন অন্যদের তুলনায় আলাদা

জসপ্রীত বুমরাহের আরো একটি বিশেষণ যা তাকে অন্য সমস্ত জোরে বোলারদের আলাদা করে তা হল তার বোলিং অ্যাকশন, এমনিতে তো স্বাভাবিকভাবে বোলারদের অ্যাকশনে কিছু না কিছু সাদৃশ্য থাকে।
IPL-2019 – আরসিবিও খুঁজে বের করল বুমরাহের বিকল্প, বোলিং অ্যাকশন দেখে আপনারাও হয়ে যাবেন অবাক 2
কিন্তু বুমরাহের বোলিং অ্যাকশন সম্পূর্ণ আলাদা। যা তাকে সমস্ত বোলাদের থেকে আলাদা করে। কিছু এমনই বোলিং অ্যাকশন ভারতীয় ক্রিকেটে আরো একবার আবারো দেখতে পাওয়া যেতে পারে।

আরসিবিকে নেট প্র্যাকটিসে বুমরাহের মত অ্যাকশনের বোলারকে দেখা গেল

এই মুহূর্তে ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের রোমাঞ্চ নিজের চরমে রয়েছে। আর এই টুর্নামেন্টে বেশ কিছু দল নেট প্র্যাকটিস করানোর জনয় তরুণ খেলোয়াড়কে পেয়ে যান। তাদের মধ্যেই একজন মহেশ কুমারের মধ্যে বুমরাহের মত বোলিং অ্যাকশন দেখা গেল।
IPL-2019 – আরসিবিও খুঁজে বের করল বুমরাহের বিকল্প, বোলিং অ্যাকশন দেখে আপনারাও হয়ে যাবেন অবাক 3
ব্যাঙ্গালুরুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ রাতে মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে ম্যাচ খেলা হবে। এই ম্যাচের আগে প্র্যাকটিস সেশন দেখতে আসা দর্শকরা যতই আহত বুমরাহকে বল করতে দেখে না থাকুন।

২২ বছরের মুকেশ কুমার করেন বুমরাহের মত বোলিং

কিন্তু ঠিক তারই মত স্টাইলে বোলিং করতে তারা মুকেশ কুমারকে দেখেন। কর্নাটকের ২২ বছরের তরুণ বোলার মহেশ কুমারকে আরসিবির ব্যাটসম্যানদের প্র্যাকটিস করাতে দেখা যায়। তার বোলিং অ্যাকশন একদমই বুমরাহের মতই।

মহেশ কুমারের জনয় এটা প্রথমবার নয় বরং গত মরশুম থেকেই তিনি আরসিবির ব্যাটসম্যানদের নেট প্র্যাকটিসে বোলিং করছেন। সেই সঙ্গে তিনি ব্যাঙ্গালুরুতে ২০১৭য় ভারতীয় দলের শিবিরেও বোলিং করেছেন। মহেশ কুমারের কাছে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হয় তো তখন তিনি বলেন যে,“বিরাট কোহলির সঙ্গে কথা বলা ছিল স্পেশাল। উনি আমাকে নিজের শক্তি ধরে রাখতে আর কারো নকল না করার কথা বলেছেন”। আপনাদের জানিয়ে দিই যে মুকেশ কুমারকে আরসিবি দলের বোলিং কোচ আশিস নেহেরা মঙ্গলবার একজোড়া জুতো উপহার দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *