শিখর ধবন ও মুরলী বিজয়ের থেকেও এই তিনজন ভাল ওপেনিং করতে পারবে! দ্বিতীয় নম্বরের সঙ্গে আপনিও হবেন একমত 1

শিখর ধবন ও মুরলী বিজয় এই দুইজন বর্তমান ভারত টেস্ট ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান। তবে দুইজনেই ক্যারিয়ারের বাজে সময় পার করছেন। ইংল্যান্ডের বিপক্ষে ভারত প্রথম টেস্ট হেরেছে ৩১ রানে। এই হারের পিছনে যদি সঠিক কারণ খোঁজা হয় তাহলে প্রথমে যে দুইজনের নাম আসবে তারা হলেন দলের দুই ওপেনার বিজয় ও ধাওয়ান। দুই ইনিংস মিলিয়ে ২৬ রান করেছেন বিজয় অন্যদিকে ধবন করেছেন ৩৯ রান। ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে এখন বিকল্প পথ খুঁজছে ভারত। দ্বিতীয় টেস্টে যেন দল জয় পায় এর জন্য শতভাগ ফিট দল নিয়ে খেলতে নামবে ভারত।

আসুন জেনে নেওয়া যাক ওপেনিং-এ কোন তিনজন আরো ভাল পারফর্ম করতে পারবে।

১) ফাইজ ফজল:

শিখর ধবন ও মুরলী বিজয়ের থেকেও এই তিনজন ভাল ওপেনিং করতে পারবে! দ্বিতীয় নম্বরের সঙ্গে আপনিও হবেন একমত 2

ভারতের আপকামি স্টার ক্রিকেটার এবং ২০১৭-১৮ রঞ্জি ট্রফির স্টার ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে পাঁচটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি সহ প্রায় ৭১ গড়ে ৯১২ করেছেন ফজল। অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার টেস্ট ম্যাচের জন্য পরিপূর্ণ খেলোয়াড় । তাই জাতীয় দলের হয়ে খেলার জন্য সে যোগ্য, যেহেতু বর্তমান একাদশে থাকা দুইজন ওপেনারেই ব্যর্থ তাই তাকে একাদশে সুযোগ দিলে ভাল কিছু করে দেখাতে পারবে এই আশা করা যায়।

২) পৃথ্বী শ:

শিখর ধবন ও মুরলী বিজয়ের থেকেও এই তিনজন ভাল ওপেনিং করতে পারবে! দ্বিতীয় নম্বরের সঙ্গে আপনিও হবেন একমত 3

সময়ের অন্যতম সেরা তরুণ ও বুদ্ধিমান ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলের সেরা ক্রিকেটার পৃথ্বী শ। তাছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেবিলসের হয়ে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ড দলের বিপক্ষে খেলতে ভারত অনূর্ধ্ব-১৯ দলের একমাত্র প্লেয়ার যিনি দলে সুযোগ পেয়েছেন। এই সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১৬৯ বলে ১৮৮ রানের ইনিংস খেলেছেন পৃথ্বী । তাই দলের খারাপ সময়ে এই তরুণ ক্রিকেটারকেও একাদশে সুযোগ দিলে মনে হয় অন্যদের চেয়ে ভাল পারফর্ম করবে।

৩)মায়াঙ্ক আগরওয়াল:

শিখর ধবন ও মুরলী বিজয়ের থেকেও এই তিনজন ভাল ওপেনিং করতে পারবে! দ্বিতীয় নম্বরের সঙ্গে আপনিও হবেন একমত 4

একমাত্র তরুণ ক্রিকেটার যেকোনো সময়ে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারে। তার আগে আগারওয়াল দলে সুযোগ পাওয়ার জন্য সব করে রেখেছেন। ২০১৭-১৮ রঞ্জি ট্রফির সিজনে প্রায় ১০৬ গড়ে ১১৬০ রান করেন এবং এই সিজনেই ভারতের ঘরোয়া লীগে ২১৪১ রান করেন আগারওয়াল। যেকোনো ফরম্যাটে খেলার জন্য সে যোগ্য ব্যাটসম্যান। তার ব্যাটিং পারফরমেন্স ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে বড় বড় ইনিংস খেলতে পারে। দলের প্রয়োজনে সবসময় নিজের সেরা খেলাটা খেলে থাকে তাই ভারত জাতীয় দলের একাদশে আগারওয়ালের মত অভিজ্ঞ ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া দরকার। হয়ত সে সুযোগ কাজে লাগিয়ে ধবন ও বিজয়ের থেকে ভাল পারফরমেন্স উপহার দিবে এই তরুণ ব্যাটসম্যান।

 

উপরের এই তিন ব্যাটসম্যানরা যদি দলে সুযোগ পায় তাহলে অবশ্যই বর্তমান একাদশে থাকা দুই ওপেনার থেকে ভাল পারফর্ম করে দলের জয় সাহায্য করবে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *