জাতীয় দলের এই সতীর্থরা " পাবজি " তে ওস্তাদ ! বললেন কুলদীপ যাদব ! 1

একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আইপিএল, আর দিন কয়েকের মধ্যে আমরা পেয়ে যাবো এইবছরের সম্ভাব্য চ‍্যাম্পিয়ন কে, এরই মাঝে ক্রিকেট প্রেমীদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিশ্বকাপ ক্রিকেট।আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে এবারের বিশ্বকাপ ক্রিকেটের আসর।এবার কাপ জেতার অন‍্যতম দাবীদার মনে করা হচ্ছে বিরাটদের।সেই টুর্নামেন্ট শুরুর আগে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দলের অন্দরমহলের নানা অজানা কথা সকলের সাথে শেয়ার করলেন কুলদীপ যাদব।

জাতীয় দলের এই সতীর্থরা " পাবজি " তে ওস্তাদ ! বললেন কুলদীপ যাদব ! 2

ইতিমধ্যে বেশ কিছু বার ভারতীয় ক্রিকেটারদের ” পাবজি ” প্রীতি এসেছে প্রকাশ‍্যে ।অনলাইন এই মাল্টি প্লেয়ার ব‍্যাটল রয়‍্যাল গেম খেলতে দেখা গেছে একাধিক ভারতীয় ক্রিকেটারদের ।সম্প্রতি এবিষয়ে প্রশ্ন করা হয় কুলদীপ কে।তার কাছে জানতে চাওয়া হয় দলের সবচেয়ে ভালো পাবজি খেলেন কোন ক্রিকেটার ? জবাবে একাধিক ক্রিকেটারের নাম নেন দলের এই নির্ভরযোগ্য ” চায়নাম‍্যান “। জানান এম এস ধোনি , কেদার যাদব, মনিশ পান্ডে এবং যুজুবেন্দ্র চাহাল এই গেম খেলতে ওস্তাদ।

জাতীয় দলের এই সতীর্থরা " পাবজি " তে ওস্তাদ ! বললেন কুলদীপ যাদব ! 3

প্রসঙ্গত, দুই একজন ছাড়া এইমুহুর্তে এবছরের বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা এখন প্রতিনিধিত্ব করছেন আইপিএলে।তালিকায় আছেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, শিখর ধাওয়ান রা।অন‍্যদিকে চোট পেয়ে শেষ মুহূর্তে ছিটকে গেছেন কেদার যাদব, ইতিমধ্যে তার বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে তৈরী হয়েছে বড়োসড়ো প্রশ্ন চিহ্ন।

জাতীয় দলের এই সতীর্থরা " পাবজি " তে ওস্তাদ ! বললেন কুলদীপ যাদব ! 4

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই), শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

জাতীয় দলের এই সতীর্থরা " পাবজি " তে ওস্তাদ ! বললেন কুলদীপ যাদব ! 5

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *