সিডনি টেস্টের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। মেলবোর্নে জৈব সুরক্ষা প্রোটোকল ভাঙায় আইসোলেশনে চলে গেলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, নভদীপ সাইনি, পৃথ্বী শ এবং শুভমন গিল। এই পাঁচ ভারতীয় ক্রিকেটার গতকাল মেলবোর্নের একটি বড় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, আর সেই কারণে এবার তদন্তে নেমেছে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।
Bc mere saamne waale table par gill pant sharma saini fuckkkkkk pic.twitter.com/yQUvdu3shF
— Navaldeep Singh (@NavalGeekSingh) January 1, 2021
এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, বাকি খেলোয়াড়দের সুরক্ষার জন্য এই পাঁচ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠিয়েছে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি এও জানানো হয়েছে, ঘটনাটি নিয়েয় তদন্তে নামবেন এই দুই দেশের ক্রিকেট বোর্ড। যদিও বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, এখনই তারা খেলোয়াড়দের দোষী মানতে রাজি নয়।
এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, “বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে এবং বিচার করবে আদৌ এই বেরোনোতে তারা কোনও প্রোটোকল ভেঙেছে কিনা। আর এর মধ্যে, অস্ট্রেলিয়া এবং ভারতীয় দলের মেডিকাল টিমের সুপারিশে, এই পাঁচ খেলোয়াড়কে সাবধানতার খাতিরে আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে থাকবে বাকি দলের সাথে যাত্রা এবং অনুশীলনের সময়ে একেবারে আলাদা থাকা।”
আর এর ফলে আদৌ সিডনি টেস্টে নামতে পারবেন কিনা এই পাঁচ ক্রিকেটার, সে নিয়ে সন্দেহ রয়েই গেল। আইসোলেশন পর্ব ছেড়ে এই বড় ম্যাচে নামার অনুমতি মিলবে কিনা, উঠছে প্রশ্ন।