ভারত বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই, মনে করেন এই কিংবদন্তী ক্রিকেটার ! 1

২০১৫ এর বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটে ভারতের ট্রাক রেকর্ড টি যথেষ্ট প্রশংসনীয়।ইদানীং কালে সীমিত ওভারের ক্রিকেটে যে পরিমান ধারাবাহিকতা দেখিয়েছে বিরাটরা। তাতে তাদের কাপ জেতার সম্ভাবনা প্রবল।ঠিক এমন একটি সময় প্রাক্তন কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ ব‍্যাটসম‍্যান ব্রায়ান লারা জানিয়েছেন এবারে ভারত বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই।

ভারত বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই, মনে করেন এই কিংবদন্তী ক্রিকেটার ! 2

এবারের ভারতের দলে রয়েছে এক অদ্ভুত মেলবন্ধন।একদিকে যেমন রোহিত শর্মা, ধোনি, কোহলির মতো এক্সপেরিয়েন্সড ক্রিকেটাররা রয়েছে ঠিক তেমন রয়েছে রাহুল,বুমরাহ ,পান্ডিয়ার মতো প্রথম বিশ্বকাপ খেলতে চলা প্রতিভাবান তারকারা।এই নতুন-পুরনোর মেলবন্ধন ভারতকে ভালো কিছু করার পথ দেখাবে এমনটা আশা করাই যায়।

ভারত বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই, মনে করেন এই কিংবদন্তী ক্রিকেটার ! 3

সম্প্রতি একটি সাক্ষাৎকারে লারাকে এবারের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে কতটা সম্ভাবনা রয়েছে ভারতের সেই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান যে পরিমান ফর্মে আছে বিরাটরা তাতে তাদের চ‍্যাম্পিয়ান হলে অবাক হওয়ার কিছু নেই। কারন এবারে বিরাটদের দল যথেষ্ট ব‍্যালেন্সড।

ভারত বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই, মনে করেন এই কিংবদন্তী ক্রিকেটার ! 4

“এবার ভারত চ‍্যাম্পিয়ান হলে কেউই অবাক হবে না কারন ম‍্যাচের যে কোনও পরিস্থিতি তে সাম্প্রতিক সময়ে বিরাটদের ফর্ম।পাশাপাশি ব‍্যালেন্সড টিম। তাই কাপ এইবার বিরাটদের হাতে উঠলে অবাক হওয়ার কোনও কারন নেই ,বরং এবছর ভারতই কাপ জেতার অন‍্যতম দাবিদার ভারত “। এমনটাই বলেছেন লারা।

ভারত বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই, মনে করেন এই কিংবদন্তী ক্রিকেটার ! 5

ভারত ছাড়া আর অন‍্য কোন দলকে কাপ জেতার সম্ভাবনা প্রবল।এক্ষেত্রে ইংল্যান্ড কে এগিয়ে রাখলেন এই ইন্ডিজ কিংবদন্তী।ঘরের মাঠে বিশ্বকাপ, পাশাপাশি সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে মর্গ‍্যানের দলের দাপট এতটাই যে তাদের এইবার হারানো অন‍্যদলগুলির কাছে কঠিন হয়ে দাড়াবে, এমনকি অবশেষে এইবার বিশ্বকাপ জয়ে খড়াও মিটতে পারে তাদের এমনটাই মনে করছেন লারা।

ভারত বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই, মনে করেন এই কিংবদন্তী ক্রিকেটার ! 6

আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই), শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), শিখর ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *