হার্দিক কে " বিশ্বসেরা অলরাউন্ডার " গড়ে দেওয়ার প্রস্তাব দিলেন এই প্রাক্তন পাক অলরাউন্ডার 1

ওল্ডট্রাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে দিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার দোড়গোড়ায় পৌঁছে গেছে ভারত।এদিন ম‍্যাচে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার খেলা একেবারেই ভালো লাগেনি প্রাক্তন তারকা পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের। এদিন শুধু সমালোচনা নয়,তার পাশাপাশি হার্দিককে ” বিশ্বসেরা অলরাউন্ডার ” গড়ে তুলতে প্রস্তাব দিলেন রাজ্জাক। জানিয়েছেন এজন্য শুধুমাত্র সপ্তাহ দুয়েক সময় প্রয়োজন তার।

এবছর ভারতীয় দলের অত‍্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক।একদিকে যেমন দিচ্ছেন ব‍্যাটিংয়ে নির্ভরতা,চলতি বিশ্বকাপে অনায়াসে তাকে চার নম্বরে ব‍্যাটিং করিয়েছেন বিরাট।দলের অধিনায়ককে নিরাশ করেননি হার্দিক।খেলেছেন দারুন ইনিংস।অন‍্যদিকে মাঝ ওভারে উইকেট নিতেও তার জুড়ি মেলা ভার।অর্থাৎ আক্ষরিক অর্থে সবদিক থেকেই দলকে নির্ভরতা দিচ্ছে এই ভারতীয় অলরাউন্ডার।

হার্দিক কে " বিশ্বসেরা অলরাউন্ডার " গড়ে দেওয়ার প্রস্তাব দিলেন এই প্রাক্তন পাক অলরাউন্ডার 2

সর্বমহল যখন তার প্রশংসায় মত্ত।তখন তার ব‍্যাটিংয়ের প্রসঙ্গ তুলে তার খানিকটা সমালোচনা করলেন রাজ্জাক।জানিয়েছেন ” টেকনিকের অভাব ” রয়েছে এই ভারতীয় অলরাউন্ডারের।

এদিন ম‍্যাচ দেখার পর একটি ভিডিও বার্তায় রাজ্জাক জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম‍্যাচে প্রথম বার তিনি হার্দিকের ব‍্যাটিং দেখলেন, এবং এক্ষেত্রে তার ব‍্যাটিংয়ে বেশ কিছু গলত লক্ষ‍্য করেছেন।ফুট ওয়ার্ক থেকে শুরু করে বডি ব‍্যালেন্স সবেতেই খানিকটা সমস্যা আছে পান্ডিয়ার এমনটাই মনে করেন তিনি।এরপর তিনি জানান মাত্র দুই সপ্তাহের মধ্যে তিনি হার্দিককে বিশ্বসেরা অলরাউন্ডার করে দেবেন যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সময় দেন।

হার্দিক কে " বিশ্বসেরা অলরাউন্ডার " গড়ে দেওয়ার প্রস্তাব দিলেন এই প্রাক্তন পাক অলরাউন্ডার 3

প্রসঙ্গত, এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম‍্যাচে ৩৮ বলে ৪৬ করেছিলেন হার্দিক পান্ডিয়া।পাশাপাশি এদিন ম‍্যাচের গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার সুনীল অম্ব্রিশের উইকেট ও তুলে নিয়েছিলেন তিনি।চলতি বিশ্বকাপে এখনও অবধি পাঁচ ইনিংসে ১৪২ রান করেছেন হার্দিক, অন‍্যদিকে নিয়েছেন ৫ টি উইকেট।

হার্দিক কে " বিশ্বসেরা অলরাউন্ডার " গড়ে দেওয়ার প্রস্তাব দিলেন এই প্রাক্তন পাক অলরাউন্ডার 4

প্রসঙ্গত, এদিন প্রথমে ব‍্যাট করে সাত উইকেটের বিনিময়ে ২৬৮ রান তোলে ভারত।পরবর্তী সময়ে দুরন্ত বোলিং করে এদিন গেইলদের রুখে দিলেন মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ।এদিন জয়ের সুবাদে ছয় ম‍্যাচ থেকে এগারো পয়েন্ট পাওয়া হয়ে গেল কোহলিদের‌।যদিও এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ভেস্তে যাওয়া ম‍্যাচ।ছয় ম‍্যাচে এগারো পয়েন্ট পেয়ে বর্তমানে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এলো বিরাটরা।অন‍্যদিকে এদিন হারের পর এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার যাবতীয় আশা শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *