ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন করলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 1

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত আবেদন করলেন ভারতের ক্রিকেট দলের কোচের পদে।জানিয়েছেন কোহলিদের কোচ হতে পারলে অত‍্যন্ত খুশী হবেন তিনি।জিম্বাবোয়ে ক্রিকেট দলের বর্তমান কোচ ইচ্ছে প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য। বছর সাতান্নের রাজপুত খুব আশাবাদী দেশের পরবর্তী ক্রিকেট প্রজন্ম নিয়ে। দেশের কোচ হওয়াটা অত্যন্ত একটি গর্বের বিষয় বলে মনে করেন তিনি।

ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন করলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 2

“ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়াটা অত্যন্ত গর্বের একটি বিষয় বলেই মনে করি আমি।দলে প্রতিভার অভাব নেই, শুধুমাত্র প্রয়োজন সঠিক দিশা দেখানোর “। এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছেন রাজপুত।প্রসঙ্গত, এই মুহূর্তে কানাডার গ্লোবাল টি ২০ লিগে উইনিপিগ হকসের দায়িত্ব আছেন তিনি। দীর্ঘ দুই দশক ধর বিভিন্ন দলের কোচের দায়িত্ব পালন করে এসেছেন রাজপুত।ছিলেন আফগানিস্তান দলের জাতীয় কোচ।

“দীর্ঘ দুই দশক ধরে কোচিং করিয়ে আসছি আমি।আমি একমাত্র ভারতীয় কোচ যে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট দল যেমন আফগানিস্তান , জিম্বাবোয়ের কোচিংয়ের দায়িত্ব সামলেছি “। বক্তব্য রাজপুতের।

রাজপুত ছাড়াও দলের কোচের পদে আবেদন করেছেন রবিন সিং।এছাড়াও আছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন, টম মুডির মতো কোচিং ব‍্যক্তিত্ব।

ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন করলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার 3

অন‍্যদিকে ইতিমধ্যে রবি শাস্ত্রী সহ গোটা ভারতীয় ক্রিকেট দলকে ৪৫ দিনের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হয়েছে।যা শেষ হবে আগামী মাসে ক‍্যারিবিয়ান সফরের পর।যদিও শাস্ত্রী সহ গোটা কোচিং স্টাফের কাছে সুযোগ থাকছে পুনরায় তাদের পদে আবেদন করার জন্য। অর্থাৎ রবি শাস্ত্রী ছাড়াও সন্জয় বাঙ্গার এবং ভারত অরুণের কাছে সুযোগ থাকছে পুনরায় তাদের পদের জন্য আবেদন করার।

আগামী আগষ্ট মাসে কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট এ্যডভিসাইরি কমিটি সিদ্ধান্ত নেবে ভারতের ক্রিকেট দলের পরবর্তী কোচের নির্বাচনের ক্ষেত্রে।কমিটির অন‍্য দুই সদস্য হলেন শান্তা রঙ্গস্বামী এবং অংশুমান গায়কোয়াড়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *