বুধবার ঘরের মাঠে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করেছিলো ইংল্যান্ড। প্রসঙ্গত, নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশের পর পঞ্চম দল হিসেবে এইবার আগামী ৩০ মে থেকে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। ঘরের মাঠে এবারের বিশ্বকাপ,তাই দেশের মানুষের একরাশ প্রত্যাশা তৈরী হয়েছে মরগ্যানের টিমকে ঘিরে।
এমনকি খাতায় কলমে অনেকে ইতিমধ্যে ইংল্যান্ড কে এবছর কাপ জেতার অন্যতম দাবিদার মনে করছে। ইংল্যান্ডের দল প্রকাশের পর সবচেয়ে বেশি যে বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তা হলো উঠতি প্রতিভাবান জোফ্রা আর্চারেরে না থাকা। সম্প্রতি আইপিএলে দুরন্ত প্যারফরমেন্স করতে দেঠা গেছে তাকে। যদিও তাকে সুযোগ দেয়নি নির্বাচকরা। তবে বিশ্বকাপের আগে তাকে পাকিস্তানের বিরুদ্ধে দেখে নেবেন তারা,যদি সেখানে দারুন কিছু করে দেখান তাহলে হয়তো জোফ্রার জায়গা হতে পারে বিশ্বকাপের দলে।
এই ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার এবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে সাড়া ফেলেছে।তাকে ১৫ জনের দলে সুযোগ নিদিলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখে নিতে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।যদিও ইসিবির তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাদের তরফে চুরান্ত দল ঘোষনা করা হবে আগামী ১৯ শে মে।অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার একদিন পরেই।যদিও আর্চারের ইংল্যান্ড দলে থাকার বিষয়ে নিশ্চিত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সম্প্রতি ভারতের বিশ্বকাপ দলে ঋষভ পন্থের সুযোগ না পাওয়ায় চরম হতাশা প্রকাশ করেছিলেন তিনি। এবার ফের নিজের দেশের ক্রিকেটারের পাশে দাড়ালেন এই প্রাক্তন ইংরেজ তারকা। জোফ্রার সমর্থনে একটি মজার টুইটে তিনি লেখেন ” হয় জোফ্রা বিশ্বকাপ খেলবে, নয় আমি নগ্ন হবো ” !
প্রসঙ্গত, ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিন আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।
Jofra will play at the WC or I will be naked !!!! https://t.co/9mm1b8S5yS
— Michael Vaughan (@MichaelVaughan) April 18, 2019
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড দল
জনি ব্যারিস্টো, জেসন রয়,জো রুট , মর্গ্যান ( অধিনায়ক), স্টোকস, বাটলার, মইন আলী, আদিল রাশিদ,ক্রিস ওকস, প্লান্কেট,আলেক্স হেলস,ডেনলি, উইলি, টম কারান।