টেস্ট ক্রিকেট মানেই নার্ভ নিয়ন্ত্রণের খেলা। একজন টেস্ট ক্রিকেটারের সবচেয়ে বড় সম্পদ তার মানসিক স্থিতিশীলতা ম্যাচের যেকোনও ম্যাচের কঠিন মুহুর্ত থেকে দলকে টেনে আনেন তারা।ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যতই বিনোদন থাকুক না কেন টেস্ট ক্রিকেটের গ্রহণ যোগ্যতা এখনও কম হয়ে যায়নি।
ক্রিকেটের ঐতিহ্যশালী এই ফরম্যাটে আমরা দেখেছি একাধিক কিংবদন্তি প্লেয়ারদের। তালিকায় আছেন ডন ব্র্যাডম্যান’ শচীন টেন্ডুলকার , ব্রায়ান লারার পাশাপাশি বর্তমান প্রজন্মের বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ বাবর আজমের মতো তারকারা ।তাদের হাত ধরে টেস্ট ক্রিকেট পেয়েছে এক অন্য মাত্রা । শুধুমাত্র তাই নয় , টেস্ট ক্রিকেটকে মানুষের কাছে আরো চিত্তাকর্ষক তুলতে ইতিমধ্যে নানান পরীক্ষা চালাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
ওয়ানডে এবং টি টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটও সাক্ষী থেকেছে নানান বিস্ফোরক সব ইনিংসের ।যেসব দেখে আপনার মনে হতেই পারে যেন কোন টি-টোয়েন্টি ম্যাচ দেখছি ।আজ এমনই সেরা ৫ অর্থাৎ দ্রুততম টেস্টের অর্ধশত রানে ইনিংসের দিকে নজর রাখবো আমরা।