আগামী চারমাসের জন্য এই ক্রিকেটারকে নিতে হবে বিশ্রাম, মিস করছেন অস্ট্রেলিয়া সফর 1
Getty Images

ইনজুরি যেন প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই বড় এক আতঙ্কের নাম। কোন পেশাদার খেলোয়াড়ই চাননা ইনজুরির কারনে মাঠের বাইরে থাকতে। তবে অনেক সময় সতর্কতা অবলম্বন করেও ইনজুরির থেকে দূরে থাকা সম্ভব হয় না। কিছু দিন আগেই ইনজুরির কারনে ভারত দল থেকে ছিটকে গেছেন দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।

খুব সহজে দলে ফিরতে পারবেন বলেও আশা করছেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের বর্তমান অবস্থা সমন্ধে জানিয়েছেন। বলেন এখনো চার মাস সময় লাগতে পারে সুস্থ হয়ে ক্রিকেট মাঠে ফেরার জন্য।

আগামী চারমাসের জন্য এই ক্রিকেটারকে নিতে হবে বিশ্রাম, মিস করছেন অস্ট্রেলিয়া সফর 2
Getty Images

তিনি বলেন, “এখনো চার মাস লাগবে, এটা বলাটাই নিরাপদ। মাঠে ফেরার ব্যাপারটি এখন আমার মাথায় নেই, আমার ভাবনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে বর্তমানে আমাকে যে কাজগুলো করতে দেয়া হয়েছে তা ঠিক ভাবে করা। আমি দুই দিন আগে মাত্র পুনর্বাসনের শুরু করেছি। আমাকে বলা হয়নি কত দিন লাগবে আমার এই অবস্থায় আসতে। কিন্তু হ্যা, টানা ৩-৪ মাসের অবিরামতা সমস্যায় ফেলতে পারে, তাই আমি মাঝখানে বিরতি দিব এবং পরিবারের সাথে থাকবো, এরপর ফিরে আসবো এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাব এভাবে।”

ভারত ক্রিকেট দলে জায়গা পাওয়া সবসময়ই খেলোয়াড়দের জন্য অনেক কঠিন। আবার একবার দলে জায়গা পেয়ে কোন কারনে সেটি হারলে আবার জায়গা পাওয়াটাও কঠিন হয়ে যায়। এতদিন ক্রিকেট থেকে বাইরে থাকার পর ঋদ্ধিমান সাহা আবার দলে জায়গা পাবেন কিনা এটি নিশ্চিত করে বলার উপায় নেই। তবে এখন এসব ব্যাপারে ভাবতে নারাজ এই ক্রিকেটার। তিনি জানান, “বিশ্বাস করুন, আমি একটুও উদ্বিগ্ন নই চার মাস পর দলে আমার অবস্থান কি হবে তা নিয়ে।”

আগামী চারমাসের জন্য এই ক্রিকেটারকে নিতে হবে বিশ্রাম, মিস করছেন অস্ট্রেলিয়া সফর 3
Getty Images

সাহা আরো জানান সুস্থ হওয়ার পর তাঁর প্রথম লক্ষ্য থাকবে ঘরোয়া ক্রিকেটে নিজের সেরা পারফরমেন্স দেওয়া। কারণ, ঘরোয়া ক্রিকেটে ভালো করতে পারলে জাতীয় দলে ফেরাটা নিঃসন্দেহে সহজ হয়ে যাবে তাঁর জন্য।

তিনি যোগ করেন “সবসময়ই খেলার ৩-৪ দিন আগে থেকে আমি খেলার ব্যাপারে ঠিক ভাবে চিন্তা করা শুরু করি। বর্তমানে আমার ভাবনা হচ্ছে, যখনই আমি ক্রিকেটে ফিরব, আমি চেষ্টা করবো ঘরোয়া ক্রিকেটে আমার সেরাটা দেয়ার। আমি জানিনা কোন ধরণের টুর্নামেন্টের মাধ্যমে আমি ক্রিকেটে ফিরবো।”

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *