এবারের বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ক্রিকেটার, এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেট তারকা জন্টি রোডস 1

রোববার সমাপ্ত হয়েছে আইপিএল, রুদ্ধশ্বাস ফাইনালে রাজীব গান্ধী স্টেডিয়ামে চার নম্বর আইপিএল ট্রফিটা জেতা হয়ে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স এর। অন‍্যদিকে একরানের জন্য চেন্নাইয়ের হাত দিয়ে ফসকে গেলো ট্রফি , এবছর রোহিত শর্মার দলের হয়ে কাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হার্দিক পান্ডিয়া। ব‍্যাট হোক অথবা বলে, প্রায় প্রতি ম‍্যাচে দলের জন্য কিছু না কিছু করেছেন তিনি। এইবার এই তারকা অলরাউন্ডার এবারের বিশ্বকাপে দেশের ভাগ‍্যা নির্ধারনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। এমনটাই মনে করেন প্রাক্তন তারকা দক্ষিন আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডস।

এবারের বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ক্রিকেটার, এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেট তারকা জন্টি রোডস 2

এবারের বিশ্বকাপে প্রথম ম‍্যাচেই দক্ষিন আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রোডস জানিয়েছেন এবারের বিশ্বকাপে ভারতীয় দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হতে চলেছে পান্ডিয়া। একদিকে দলের মিডল অর্ডারে ব‍্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তিনি, ঠিক তেমন দলের পেস এ‌্যাটাক কেও দিতে চলেছেন বাড়তি নিরাপত্তা। ব‍্যাট করতে নেমে তার দ্রুত পিচের সাথে খাপ খাইয়ে নেওয়াটা দেশের জন্য একপ্রকার এ্যডভান্টেজ এমনটাই মনে করেন তিনি।

এবারের বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ক্রিকেটার, এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেট তারকা জন্টি রোডস 3

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে বিরাটদের একেবারেই মনে করছেন না রোডস। এবারের গোটা টুর্নামেন্ট টি হবে রাউন্ড – রবিন লিগ ফর্ম‍্যাটে।অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দশটি দেশ লড়াই করবে একে অপরের সাথে। প্রতিটি দল খেলবে নয়টি ম‍্যাচ। এমন লিগ ফর্ম‍্যাটে প্রথম চারে শেষ করা চারটি টিম অংশগ্রহণ করবে সেমিফাইনালে। আর এক্ষেত্রে ১৯৮৩ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দেশকে ফেবারিট হিসেবে দেখছেন না জন্টি। শুধু ভারত কেনো বরং কোনও নির্দিষ্ট দেশের নাম না দিয়ে সবার কাছে এই কাপ জেতার সমান সম্ভাবনা আছে বলেই মনে করেন তিনি।

এবারের বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ক্রিকেটার, এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেট তারকা জন্টি রোডস 4

তার কথা অনুযায়ী ভারত যতোই তাদের সেরা পনেরো জনের দল নিয়ে নামুক না কেনো, এইবার তাদের ছাড়াও আর পাঁচ-ছয়টা দল আছে যাদের কাছে সমান সুযোগ আছে বিশ্বকাপ জয়ের।এবং তারাই শেষ অবধি ভালো করে দেখাতে পারবে যারা প্রতি ম‍্যাচে একটা ব‍্যালেন্স দল মাঠে নামাবে।

এবারের বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ক্রিকেটার, এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেট তারকা জন্টি রোডস 5

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা। এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই), শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *