ভারতের জাতীয় দলের সাপোটিং স্টাফ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হলো বিসিসিআই এর তরফে 1
Leeds: India's Jasprit Bumrah, left, celebrates with teammates the dismissal of Sri Lanka's Kusal Perera during the Cricket World Cup match between India and Sri Lanka at Headingley in Leeds, England, Saturday, July 6, 2019. AP/PTI(AP7_6_2019_000082A)

ইতিমধ্যে ফের বছর দুয়েকের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে বহাল থাকছেন রবি শাস্ত্রী। এইবার ভারতের ক্রিকেট বোর্ডের তরফে শুরু করা হলো সাপোর্ট স্টাফ নির্বাচনের কাজ।সূত্র অনুযায়ী প্রথম দিনেই মোট ১৮ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য ইন্টারভিউ দিতে উপস্থিত ছিলেন। ১৯ শে আগষ্ট, সোমবার এম এস কে প্রসাদ এর নেতৃত্বে সাক্ষাৎকার প‍্যানেল নেওয়া শুরু করে ইন্টারভিউ।এক্ষেত্রে ১৩ জন প্রার্থী সাক্ষাৎকার দেন ব‍্যাটিং কোচের জন্য, অন‍্যদিকে বাকী ৫ জন ছিলেন বোলিং কোচের ভূমিকায়।

ভারতের জাতীয় দলের সাপোটিং স্টাফ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হলো বিসিসিআই এর তরফে 2
India’s head coach Ravi Shastri (L) and India’s captain Virat Kohli (R) pose for a group photograph with India team and management ahead of the 2019 Cricket World Cup group stage match between Sri Lanka and India at Headingley in Leeds, northern England, on July 6, 2019. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

লালচাঁদ রাজপুত, যিনি সম্প্রতি মুখ‍্য কোচের পদে আবেদন করেছিলেন সম্প্রতি ফের আরেকবার আবেদন করেছেন ব‍্যাটিং কোচের পদে।বছর ৫৭ এর রাজপুত , এক্ষেত্রে সবচেয়ে হাইপ্রোফাইল ব‍্যক্তি।২০০৭ থেকে ২০০৮ তিনি ভারতের জাতীয় দলের ম‍্যানেজার ছিলেন।এসময় ভারত জেতে ২০০৭ এর টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৭/০৮ অস্ট্রেলিয়াতে ত্রিদেশীয় সিরিজ।২০০৮ এ ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, এছাড়াও তিনি আফগানিস্তান এবং জিম্বাবোয়ের জাতীয় দলকে কোচিং করিয়েছেন।

ভারতের জাতীয় দলের সাপোটিং স্টাফ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হলো বিসিসিআই এর তরফে 3

এছাড়াও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বেশ কিছু বড়ো নাম যেমন বিক্রম রাঠোর,শিতাংশু কোটাক,ঋষিকেশ কানিতকর,অমল মজুমদার,প্রবীণ আমরে রাও ব‍্যাটিং কোচের পদে আসার জন্যে ইন্টারভিউ দিয়েছিলেন। অন‍্যদিকে ভেঙ্কটেশ প্রসাদ, সুব্রত ব‍্যানার্জী,পারাস মাহামব্রে,অমিত ভান্ডারিরা উপস্থিত ছিলেন বোলিং কোচের জন্য সাক্ষাৎকারের উদ্দেশ্যে।বিদেশিদের মধ্যে স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জনাথন ট্রট।

ভারতের জাতীয় দলের সাপোটিং স্টাফ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করা হলো বিসিসিআই এর তরফে 4

প্রসঙ্গত, ভারতের বর্তমান সাপোটিং স্টাফরা এই মুহূর্তে ব‍্যস্ত আছেন ক‍্যারিবিয়ান সফরের জন্য।ব‍্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরূন,ফিল্ডিং কোচ নিরজ শ্রীধররা আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ শে আগষ্ট সাক্ষাৎকার দেবেন ।তারা যেহেতু বর্তমান স্টাফ, তাই ডাইরেক্ট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকছে তাদের কাছে। মঙ্গলবার স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা চলছে জন্টি রোডসের। সাউথ আফ্রিকার প্রাক্তন এই তারকা ক্রিকেটার আবেদন করেছেন ফিল্ডিং কোচের ভূমিকায়।এর আগে রোডসকে কোচ হিসেবে দেখা গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কেনিয়া এবং সাউথ আফ্রিকা দলের।

সূত্রের খবর অনুযায়ী আগামী ২২ শে আগষ্ট অবধি এই বাছাই পর্ব চালু থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *