এই ব‍্যাটসম‍্যানের বিরুদ্ধে বল করতে সবচেয়ে বেশী চ‍্যালেন্জের মুখে পড়তে হয়েছে , জানালেন ভূবনেশ্বর কুমার 1

এবারের আইপিএল টা তেমন ভালো যায়নি আসন্ন বিশ্বকাপে ভারতের পেস বোলিং বিভাগের অন‍্যতম মুখ ভূবনেশ্বর কুমারের। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চলতি আইপিএলে ১৫ টি ম‍্যাচে খেলেছিলেন ভূবি, নিয়েছেন ১৩ টি উইকেট। যদিও আসন্ন বিশ্বকাপে ভারতীয় বোলিং বিভাগের অন‍্যতম ভরসা মনে করা হচ্ছে তাকে।

অন‍্যদিকে এবছর আইপিএলে চতুর্থ স্থানে শেষ করেছিলো হায়দ্রাবাদ।টুর্নামেন্টের শুরু থেকে দারুন ছন্দে দেখা গেছিলো এই দলটিকে।ওপেনিং জুটিতে ওয়ার্নার এবং ব‍্যারিস্টোর দুর্দান্ত ফর্ম নির্ভরতা এনে দিয়েছিল দলকে।অনেকেই এই দুই বিদেশি ক্রিকেটারের লিগের মাঝপথে বিশ্বকাপের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে দেশে ফিরে যাওয়া কে হায়দ্রাবাদের ফাইনালে না ওঠার অন‍্যতম কারন হিসেবে দেখছে।

এই ব‍্যাটসম‍্যানের বিরুদ্ধে বল করতে সবচেয়ে বেশী চ‍্যালেন্জের মুখে পড়তে হয়েছে , জানালেন ভূবনেশ্বর কুমার 2

আগামী ২২ শে মে, ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে চলেছে টিম ইন্ডিয়া।এর আগে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বোলার হিসেবে ক্রিকেট কেরিয়ারে সবচেয়ে চ‍্যালেন্জের মুখ পড়তে হয়েছে কার বিরুদ্ধে সেই বিষয়ে মুখ খুললেন এই পেস বোলার।

এক্ষেত্রে দুজনের নাম নিয়েছেন ভূবি। তাদের মধ্যে একজন তার হায়দ্রাবাদ দলের সদস্য ডেভিড ওয়ার্নার এবং অন‍্যজন আন্দ্রে রাসেল। এবিষয়ে বিশদে বলতে গিয়ে ভূবি বলেন , ” সদ‍্য শেষ হওয়া আইপিএলে দারুন ফর্মে দেখা গেছে ওয়ার্নার এবং রাসেল কে। এরা দুজনে এমন ধরনের ক্রিকেটার যারা যেকোনো মুহূর্তে বদলে দিতে পারে ম‍্যাচের চেহারা তাই এদের বিরুদ্ধে বোলিং করাটা সর্বদাই চ‍্যালেন্জের একটি বিষয়ে ” ।

এই ব‍্যাটসম‍্যানের বিরুদ্ধে বল করতে সবচেয়ে বেশী চ‍্যালেন্জের মুখে পড়তে হয়েছে , জানালেন ভূবনেশ্বর কুমার 3

এদিনের সাক্ষাৎকারে উঠে এসেছে ইংল্যান্ডের পিচ প্রসঙ্গ।সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের পিচ গুলোকে ফ্ল‍্যাট দেখা গিয়েছে, সেইক্ষেত্রে দলের বোলিং বিভাগকে কতটা সমস্যার মুখে পড়তে হতে পারে, এমন বিষয়টিকে ঠিক কেমন ভাবে দেখছেন, জবাবে বছর ২৯ এর এই বোলারের বক্তব্য , ” এবিষয়ে কোনও সন্দেহ নেই গত কয়েক বছর ইংল্যান্ডের পিচ খুবই ফ্ল্যাট দেখা গিয়েছে, তবুও ম‍্যাচের শেষ থেকে শুরু অবধি বিপক্ষ দলগুলোর ব‍্যাটসম‍্যানদের আমরা চাপে ফেলার ক্ষমতা রাখি, ম‍্যাচের দিন গুলোতে পরিকল্পনা মাফিক এগোতে পারলে আমাদের কোনও সমস্যা হবে না বলেই মনে করি ” ।

এই ব‍্যাটসম‍্যানের বিরুদ্ধে বল করতে সবচেয়ে বেশী চ‍্যালেন্জের মুখে পড়তে হয়েছে , জানালেন ভূবনেশ্বর কুমার 4

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), বাংলাদেশ ( ২ রা জুলাই), শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধবন, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *