২০২০ এর আইপিএলের নিলাম থেকে নাম সড়ালেন এই বাংলাদেশী তারকা 1

আইপিএল ২০২০ এর নিলাম থেকে নিজের নাম সড়িয়ে নিলেন বাংলাদেশের উইকেট- কিপার ব‍্যাটসম‍্যান মুশফিকুর রহিম।এর আগে কোনও বার রহিমকে দেখা যায়নি আইপিএলে খেলতে।তাই অনেকেই মনে করেছিলেন আসছে বছর আইপিএলে তাকে দেখা যাবে।সেই জল্পনা কে উড়িয়ে নিজের নাম প্রত‍্যাহার করে নিলেন এই তারকা বাংলাদেশী ব‍্যাটসম‍্যান।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুশফিকুর।দিল্লিতে সেই ম‍্যাচে তিনি খেলেছিলেন অপরাজিত ৬০ রানের ইনিংস।শুধুমাত্র তাই নয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।করেছিলেন ১৮১ রান।যদিও দুটোই সিরিজেই ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।

২০২০ এর আইপিএলের নিলাম থেকে নাম সড়ালেন এই বাংলাদেশী তারকা 2

এইমুহুর্তে যা ফর্মে আছেন রহিম, তাতে আইপিএলে যেকোনো দল উইকেট কিপার ব‍্যাটসম‍্যান হিসেবে দলে নিতেই পারতেন।প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মাত্র ছয়জন ক্রিকেটারকে আইপিএলের নিলামে অংশগ্রহণ করতে দেখা যাবে।তারা হলেন মাহমাদুল্লাহ,মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার,তামিম ইকবাল এবং তাস্কিন আহমেদ।আগামী ১৯ শে ডিসেম্বর, কলকাতায় আয়োজন হতে চলেছে ২০২০ এর আইপিএলের নিলাম পর্ব।

এখনো অবধি মুস্তাফিজুর রহমান, আইপিএলে অংশগ্রহণ করেছেন দুটো দলের হয়ে।যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স।খেলেছেন ২৪ টা ম‍্যাচ ,নিয়েছেন ২৪ উইকেট।বাকীরা বিশেষ কিছু করে উঠতে পারেনি।

২০২০ এর আইপিএলের নিলাম থেকে নাম সড়ালেন এই বাংলাদেশী তারকা 3

৯৭১ জন ক্রিকেটারকে দেখা যাবে আইপিএলের নিলামে অংশগ্রহণ করতে।যদিও ৭৩ জনের পদ খালি রয়েছে।এখন দেখার বিষয়ে প্রতিটি দল কি কৌশলে তাদের বেঁচে থাকা অর্থে দল সাজায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *