মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে কামব্যাক করতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। অধিনায়ক বিরাট কোহলি এবং দলের অন্যতম প্রধান পেসার মহম্মদ শামির অনুপস্থিতিতে ভারতীয় দলে বদল আসবে তা নিশ্চিত। আর সেই মত শুক্রবার নিজেদের একাদশ ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া।
১. মায়াঙ্ক আগরওয়াল
ভারতীয় টেস্ট দলের ওপেনিং স্লটে নিজের জায়গা গড়ে নিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। যদিও গত ম্যাচে দুই ইনিংসে সেভাবে ভালো খেলতে পারেননি মায়াঙ্ক। তবে ওপেনিংয়ে ভরসা দিতে সক্ষম মায়াঙ্ক।
২. শুভমন গিল
প্রস্তুতি ম্যাচগুলিতে বেশ ভালো ব্যাটিং করেছেন গিল। যার ফলে টেস্ট দলে শুভমন গিল পেলেন নিজের অভিষেক করার সুযোগ। আইপিএল থেকেই ভালো ফর্মে রয়েছেন গিল, আর এবার টেস্ট ফর্ম্যাটে নিজের জায়গা করে নিতে মরিয়া থাকবেন তিনি।
৩. চেতেশ্বর পুজারা
গত অস্ট্রেলিয়া সফরে তিনিই ছিলেন দলের সেরা ব্যাটসম্যান। গত ম্যাচের প্রথম ইনিংসে অত্যন্ত ধৈর্যশীল ইনিংস খেলেছিলেন পুজারা। বিরাটের অনুপস্থিতিতে পুজারাকেই ব্যাটিং অর্ডারের হাল ধরতে হবে।
৪. অজিঙ্ক রাহানে
স্ট্যান্ডবাই অধিনায়ক হিসেবে রাহানে চাইবেন গত ম্যাচের ভুলগুলিকে শুধরে আবারও মাঠে নামতে। গত ম্যাচে দুই বারই বাজেভাবে আউট হয়েছেন তিনি, সুতরাং নেটে সেই ভুল শুধরে নিতে চাইবেন রাহানে।
৫. হনুমা বিহারি
প্রথম টেস্টে সেভাবে নিজেকে প্রমাণ করতে না পারলেও আবারও সুযোগ পেলেন এই টেস্ট স্পেশালিস্ট। মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং করতে সক্ষম বিহারি, এবং প্রয়োজনে অফ স্পিনও করে দিতে পারেন তিনি।
৬. ঋষভ পন্থ
ঋদ্ধিমান সাহার পরিবর্তে ব্যাটিং শক্তি বাড়াতে দলে ফিরে এলেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। গত অস্ট্রেলিয়া সফরে দুটি শতরান করেছেন ঋষভ, সুতরাং ব্যাট হাতে ভরসা যোগাতে পারবেন তিনি।
৭. রবীন্দ্র জাদেজা
টেস্ট দলে আবারও প্রথম একাদশে ফিরে এলেন রবীন্দ্র জাদেজা। গত সীমিত ওভারের সিরিজে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে ছিলেন জাদেজা। আর টেস্টে তার বোলিং রেকর্ড বেশ ভালো। এছাড়া ফিল্ডার হিসেবে তিনি অসাধারণ।
৮. রবিচন্দ্রন অশ্বিন
গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত মরশুমে নিজের বোলিংয়ে বেশ উন্নতি ঘটিয়েছেন এই তারকা স্পিনার। পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে সক্ষম অশ্বিন।
৯. উমেশ যাদব
প্রথম টেস্টে বল হাতে বেশ ভালো চাপ তৈরি করেছিলেন এই তারকা পেসার। ভালো লাইন ও লেংথে চাপ তৈরি করছিলেন অসি ব্যাটসম্যানদের উপর। আর এর ফলে আবারও সুযোগ পেয়েছেন প্রথম একাদশে।
১০. জসপ্রীত বুমরাহ
অ্যাডিলেডে বেশ ভালো বোলিং করেছিলেন জসপ্রীত বুমরাহ। পরপর দুই ওপেনারদের উইকেট নিয়ে থরহরিকম্প দিয়ে দিয়েছিলেন অসি শিবিরে। আর আবারও তা করতে মরিয়া থাকবেন বুমরাহ।
১১. মহম্মদ সিরাজ
হাতের চোটে ছিটকে যাওয়া মহম্মদ শামির পরিবর্তে দলে এলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচই খেলেছেন সিরাজ, আর এর ফলে মেলবোর্নে নিজের অভিষেক ঘটাবেন এই তারকা পেসার।