মাঠের মধ্যেই স্মিথ ঘটালেন এক মজার কান্ড, দেখে ভ্যাবাচ্যাকা খেলেন ঋদ্ধিমান 1
স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ার বিচক্ষণ অধিনায়ক স্টিভ স্মিথ। যার অভিধাণে ভুল শব্দটাই নেই। তিনি যেমন ভুল করেন না, তেমন কাউকে করতেও দেননা। এমনটাই ফেরে অজি প্রাক্তণ ক্রিকেটারদের মুখে মুখে। ভারতের লোয়ার ওর্ডার ব্যাটসম্যাদের চাপে কী না এই দুঁদে অধিনায়ক ভুল করে ফেললেন!

ভিডিও- স্মিথের পায়ের ফাঁকে আটকে যাওয়া বলকে ধরে, ক্যাচের আবেদন সাহার -হাসিতে ফেটে পড়লেন সবাই!

চতুর্থ টেস্টের প্রথমদিন ও দ্বিতীয় দিনের অর্ধেকটা ভারতের অনুকূলে ছিল। কিন্তু ন্যাথন লিঁয়র বিষাক্ত স্পেলে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল বেশ কোণঠাসা হয়ে পড়ে। রাহানে, পূজারা, নায়ার এক এক করে বিদায় নিয়েছে। ক্রিজে তখন জাডেজা ও ঋদ্ধিমান সাহা। দিনের শেষে ভারত তখনও অস্ট্রেলিয়ার থেকে ৫২ রান দূরে। স্টিভ স্মিথ ভেবেছিলেন তৃতীয় দিনের শুরুতে সহজেই গুটিয়ে ফেলবেন ভারতীয় ইনিংসকে। কিন্তু তেমনটা হল না। সাহা ও জাডেজার ব্যাটে ভড় করে ভারত সেই কঠিন অবস্থা পেরিয়েছে। জাডেজার দূর্দান্ত অর্ধশতরান ভারতকে অস্ট্রেলিয়ার উপর লিড চাপাতে সাহায্য করেছে।

সাহা ও জাডেজা যখন মাটি কামড়ে পড়ে আছে। অজি অধিনায়ক তখন ভালোমতই বুঝতে পারছেন যে ম্যাচ ধীরে ধীরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাই এই দুই মূর্তিকে মাঠ থেকে বের করতে তিনি ঘটিয়ে ফেললেন এক হাস্যকর কাণ্ড। প্রথম ইনিংসের ১০৮ তম ওভারে বল করছিলেন হ্যাজেলউড। তার একটি দারুন বল সাহার প্যাডে লাগে। কোনওভাবে ঋদ্ধিমান সাহা সেই বলে ব্যাট লাগাতে সক্ষম হয়। হ্যাজেলউডের কথায় স্মিথ রিভিউ নিয়ে বসে। ব্যাস! নষ্ট হয়ে যায় অস্ট্রেলিয়ার একটা রিভিই। স্নায়ুচাপ ঠিক না রাখতে পারলে অনেক বিচক্ষণ মানুষও ভুল করতে পারে, তা হয়ত বুঝল স্মিথ ও অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রাক্তনরা।

https://twitter.com/SportzWiki1/status/846291721487048704?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fsportzwiki.com%2Fcricket%2Fvideo-india-wrong-side-drs%2F

ভিডিও – স্মিথ অকথ্য ভাষায় গালিগালাজ করলেন মুরলি বিজয়কে – তা দেখে কোহলি কি করলেন? দেখে নিন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *