বর্ডার গাভাস্কার ট্রফির সদ্য সমাপ্ত তৃতীয় টেস্টের পঞ্চম দিন দুর্দান্ত ক্রিকেটীয় লড়াইয়ের স্বাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। দুর্দমনীয় লড়াইয়ে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিং আক্রমণকে সামলে ম্যাচ বাঁচিয়ে ফেরে। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা শিরোনাম হিসেবে উঠে এসেছে। স্লেজিং তো রয়েইছে, কিন্তু যেটি কার্যত গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, তা হল স্টিভ স্মিথ ঋষভ পন্থের গার্ড মার্ক মুছে দিয়েছেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একেবারে টানটান পরিস্থিতিতে চলছিল পঞ্চম দিনের খেলা। এরকম একটি কঠিন সময়ে ক্যামেরার নজর থাকে প্রতিটি ক্রিকেটারের উপর, তাদের এক্সপ্রেশন জানার জন্য। আর সেই ফাঁকে ক্যামেরায় ধরা পড়ল, স্টিভ স্মিথ ক্রিজে ঋষভ পন্থের গার্ডের দাগ মুছে দিচ্ছেন জুতো দিয়ে। আর এর জেরে আবারও গার্ড নিতে বাধ্য হন ঋষভ।
Dirty tactics bu Aussies. After the lunch, Aussies scuff out the batsmen's guard marks😐
Rishabh Pant had to take guard again😞#INDvAUS pic.twitter.com/8ILEY1RfLP">
— The Sports God (@TheSportsGod_) January 11, 2021
আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক। বল বিকৃতির কান্ডটির পর থেকেই সকলের ব্যাড বুকে পড়ে গিয়েছিলেন স্টিভ স্মিথ। আর এবার এই ঘটনার জেরে অনেকেই সেই দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ড পেপার ঘটনাটির তুলনা এনেছেন। যদিও এবার এই নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার তারকা এই ব্যাটসম্যান।
So apparently Steve Smith (Jersey No. 49) did dirty trick again, not with sand paper though it include some rubbing, removing pant guard, trying to unsettle batsman.
You can be a great batsman, but very low as player. #ShameOnSmith https://t.co/mKW1r2kssk— Amandeep Bedi (@amandeepsbedi) January 11, 2021
গত মঙ্গলবার নিউজ কোর্পে এসে স্টিভ স্মিথ এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, তিনি কোনওরকম গেমম্যানশিপ বা স্পিরিট ভঙ্গ করেননি। এবং এই ধরণের অভিযোগে তিনি বেশ আহত। এই নিয়ে স্মিথ বলেছেন, “এটি আমি খেলার মাঝে করেই থাকি, আমি ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই যে বোলাররা কোথায় বল করছেন। আর তারপর অভ্যেসের বশে আমি সেন্টারে গার্ড মার্ক করি। এটি খুবই লজ্জার যে এটি এবং অন্যান্য কিছু ঘটনা সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে ভারতীয় দলের তরফ থেকে যারা অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়েছেন।”
এর আগে এই নিয়ে স্টিভ স্মিথের পাশেই এসে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।তিনি বলেছিলেন, “আপনারা যদি স্টিভ স্মিথকে টেস্ট ক্রিকেট খেলতে দেখেন তাহলে এই ধরণের কাজ ও দিনে পাঁচ থেকে ছয়বার করে থাকে। ও এটা প্রায়ই করে। ও সব সময় ব্যাটিং ক্রিজে ব্যাট করতে থাকেন। আমরা সবাই জানি স্টিভ স্মিথের এই ধরণের কার্যকলাপের বিষয়ে, আর তাঁর মধ্যে একটি হল সব সময় সেন্টারে মার্ক করা। ও কোনওভাবেই ঋষভ পন্থের গার্ড মুছতে চাননি।”