
অস্টেলিয়ার ওয়ানডে সিরিজ শুরুর মত শেষটাও হল হার দিয়ে। নাগপুরে সিরিজের শেষ ম্যাচেও অস্ট্রেলিয়া পাত্তা ই পেল না স্বাগতিক ভারতের কাছে। যেন শ্রীলঙ্কায় যেখানে শেষ করছিল সেখান থেকে ই ভারত শুরু করল নিজ মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। শেষ ম্যাচ জয়ের পর ভারতের অধিনায়ক জানিয়েছেন এভাবে সিরিজ জয়ের ফলে তারা অনেক স্বস্তিতে আছে। এই জয় তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করবে। আর এই সিরিজে টানা হারের বৃত্তকে এগারো ম্যাচে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথও সিরিজ শেষে এই ৪-১ ব্যবধানে সিরিজ হারের জন্য নিজেদের ব্যর্থতা কেই স্বীকার করে নিয়েছে। উপমহাদেশে যেন ব্যর্থতা পিছু ছাড়ছে ই না বিশ্ব চ্যাম্পিয়নদের। ভারত সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে হেরেছিল সফরের প্রথম টেস্ট, যদিও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করে ছিল। কিন্তু বাংলাদেশ সফরের মত ভারত সফরেও দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও স্বীকার করে নিয়েছেন তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা কে।
২০০৯, ২০১৩ এবং ২০১৭ নাগপুরে খেলা সর্বশেষ তিন ওয়ানডেতে অস্ট্রেলিয়া হেরেছে যথাক্রমে ৯৯ রান, ৬ উইকেট ও ৭ উইকেটের বিশাল ব্যবধানে। গতকাল সিরিজের শেষ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, “এই উইকেটে তিনশত রান করা দরকার ছিল। আমাদের প্রথম সারির চার ব্যাটসম্যানের অন্তত একজনের বড় ইনিংস খেলা দরকার ছিল। কিন্তু আবারো আমরা বিরতিহীন ভাবে উইকেট হারিয়েছি। উন্নতি করার জন্য কিছু বিষয় নিয়ে আমাদের এখন ই কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন সঠিক ভাবে করে ধারাবাহিকতা রাখতে পারি। আমরা যেভাবে খেলতে চাই সেই ভারসাম্য ফিরে পাওয়া খুব জুরুরি এবং তা বজায় রাখতে হবে।”
সিরিজের খারাপ খেলার কথা স্বীকার করার পাশাপাশি স্মিথ এটাও জানিয়েছেন তাদের অনেক খেলোয়ার ই ভারতের মাটিতে খেলার অভিজ্ঞা রয়েছে, তাই হারার জন্য অন্য কোন অজুহাত দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, “আমরা এই সিরিজে ভাল খেলতে পারি নাই এবং ৪-১ এ সিরিজ হারা ই তাই স্বাভাবিক। আমাদের অনেক খেলোয়ারের ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই কোন অজুহাত দিতে পারি না। আমাদের এটাও মনে রাখা দরকার ভারত একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল। ” এর আগে ভারতে অন্তত একটি টেস্ট সিরিজ জয়ের ইচ্ছার কথা বলেছিলেন স্মিথ, তবে এবার বললেন টি টুয়েন্টি সিরিজ জিতে বাড়ি ফিরতে চান তারা। তিনি বলেন, “তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ বাকি আছে। অন্তত একটি ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই।”