চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন এই খেলোয়াড়, তাঁর পরিবর্তে দলে এলেন এই তরুণ খেলোয়াড়টি! 1

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হার স্বীকার করে এমনিতেই মন মেজাজ খারাপ টিম পাকিস্তানের। এবার তারা ফের একটা বড় ধাক্কা খেল। গোড়ালিতে চোট পাওয়ার ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজ। গোড়ালির চোটের কারণে বাঁ-হাতি এই পেসারের শূন্যস্থান পূরণের জন্য আইসিসির কাছে আবেদনও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোনা গিয়েছে, সেই মোতাবেক চোট পাওয়া ওয়াহাব রিয়াজের জায়গায় পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নামতে পারেন আরও জোরে বোলার মুহাম্মদ আব্বাস।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন এই খেলোয়াড়, তাঁর পরিবর্তে দলে এলেন এই তরুণ খেলোয়াড়টি! 2

রবিবার বার্মিংহ্যামে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন বোলিং করার সময় গোড়ালিতে চোট পান ৩১ বছর বয়সী পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ভারতীয় ইনিংসের ৪৬তম ওভারে রিয়াজ ইনজুরিতে পড়েন। ওই সময় তার গোড়ালিতে প্রচণ্ড ব্যাথা হচ্ছিল বলে জানা গিয়েছিল। যন্ত্রণায় কাতরাতে থাকা রিয়াজকে তারপর দ্রুততার সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায়। ৮.৪ ওভারে ৮৭ রান  দেওয়া ওয়াহাব আর বোলিং করতে পারেননি। পরে অবশ্য তাঁকে আর ব্যাট করতে মাঠে নামতে দেখা যায়নি। জানা গিয়েছে, মাঠ থেকে তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালে।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন এই খেলোয়াড়, তাঁর পরিবর্তে দলে এলেন এই তরুণ খেলোয়াড়টি! 3

এই পরিস্থিতিতে সোমবার স্ক্যান করে রিপোর্টে তাঁর গোড়ালিতে চোটের মাত্রা নির্ণয় করা গিয়েছে। তাতে দেখা গিয়েছে, ওয়াহাবের পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। লন্ডনে চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।এ জন্য অন্তত দুই সপ্তাহ পুরোপুরি মাঠের বাইরে থাকতে হবে ওয়াহাবকে। এর ফলে তিনি আর অন্তত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জার্সি গায়ে আর মাঠে নামতে পারবেন না। এদিন সেটাই জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Image result for wahab riaz 2017

সেদিনের ম্যাচে ওয়াহাবের আগে ম্যাচে পেশীতে টান ধরায় মাঠ ছেড়েছিলেনে পাকিস্তানের অন্যতম সেরা জোরে বোলার মুহাম্মদ আমের। তার কিছুক্ষণ পর গোড়ালিতে চোট পেয়ে গোটা টুর্নামেন্টে থেকে ছিটকে গেলেন ওয়াহাব রিয়াজ। একই ম্যাচে দলের দুই তারকা বোলার এভাবে চোট পেয়ে ছিটকে গেলেন? অনেকে অবশ্য এর জন্য সেদিনের ম্যাচে ভিলেন বৃষ্টির জন্য হালকা ভিজে পিচকে দুষছেন। পাকিস্তান কোচ মিকি আর্থার অবশ্য এদিন বলেন, ‘ম্যাচের মধ্যে কিভাবে ওদের পেশীতে টান ধরছে, এ ব্যাপারে আমি শীঘ্রই পাকিস্তানের মেডিকেল টিমের সঙ্গে কথা বলবো।’ শোনা গিয়েছে, ওয়াহাবের পরিবর্তে পরবর্তী ম্যাচের জন্য পিসিবি–র কাছে একজন বদলি ক্রিকেটার চেয়েছেন। সেটাকে মাথায় রেখে পিসিবি পাকিস্তানের ২৭ বছর বয়সী তরুণ পেসার মুহাম্মদ আব্বাসকে দলে যোগ দেওয়ার ব্যাপারে জানিয়েছে। চলতি মরশুমে ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫৪টি উইকেট তুলে নিয়েছেন আব্বাস। এমনকি সদ্য শেষ হওয়া উইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টে ১৫টি উইকেট পেয়েছিলেন এই আব্বাস।

Related image

Image result for mohammad abbas bowler

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *