IPL 2024: কপাল পুড়লো সঞ্জু স্যামসনের, এই প্লেয়ারের হাতে তুলে দেওয়া হলো রাজস্থান রয়্যালসের নেতৃত্বের ভার !! 1

IPL 2024: আইপিএলের অন্যতম জনপ্রিয় দল হলো রাজস্থান রয়্যালস (RR)। আইপিএল ইতিহাসের প্রথম বিজয়ী দল হলো রাজস্থান, সেন ওয়ার্ন’এর (Shane Warne) নেতৃত্বে প্রথম আইপিএল শিরোপা জেতে রাজস্থান। তবে তারপর থেকে দলের পারফরম্যান্স একেবারে বিগড়ে যায় এবং প্লে অফে পৌঁছানো দুস্কর হয়ে পড়ে। গত দুই সিজিনে কিছুটা হলেও দলের ছন্দ ফিরে এসেছে, তবুও দেখা নেই ট্রফির। দলের ক্যাপ্টেনের ভূমিকা পালন করছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে এবার ক্যাপ্টেন সঞ্জুর উপর আঙ্গুল তুললেন প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত (S Sreesanth)। দলের দায়িত্ব তুলে দিতে চাইছেন এই প্লেয়ারের উপর।

আরও পড়ুন: IPL 2024: মুম্বাইয়ের মেন্টরের পদ থেকে ইস্তাফা শচীন তেন্ডুলকারের, এই কারণে নিলেন সিদ্ধান্ত !!

নতুন অধিনায়ক চাইছেন শ্রীশান্ত

সবসময় বেশ বিবাদের মধ্যেই থাকেন ভারতীয় দলের প্রাক্তন পেসার এস. শ্রীশান্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের (RR) হয়ে তিনি তার শেষ সিজিনে খেলেছেন তবে স্পট ফিক্সিংয়ের চক্করে তিনি অনির্দিষ্টকালের জন্য ব্যান হয়ে যান ক্রিকেট থেকে। তবে তার শাস্তি কমিয়ে ৭ বছরের করা হয়েছিল। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চাইলেও তিনি পারেননি। পরে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন। তবে, শ্রীসান্থ রাজস্থান দলকে নিয়ে বড় মন্তব্য করলেন সঞ্জু। তার মতে সঞ্জু স্যামসনের (Sanju Samson) পরিবর্তে জস বাটলারকে (Jos Buttler) সুযোগ দিতে চাইছেন শ্রীশান্ত।

বাটলার’কে ক্যাপ্টেন হিসাবে দেখতে চান শ্রীশান্ত

JOS BUTTLER, ipl 2024
JOS BUTTLER | Image: Getty Images

তিনি আসন্ন আইপিএল ২০২৪-এর (IPL 2024) অধিনায়ক হিসেবে জস বাটলারকে (Jos Buttler) দায়িত্ব দিতে চেয়েছেন। শ্রীশান্ত মন্তব্য করে বলেছেন, “আমার মতে, রাজস্থান রয়্যালসকে তাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। সঞ্জুকে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে হবে নাহলে তাকে পরিবর্তন করতে হবে। দায়িত্ব দিতে হবে বাটলারকে, অন্তত একটি বিশ্বকাপ জিতেছেন বাটলার। হ্যাঁ, তিনি ভালো করতে পারেন, কিন্তু রাজস্থান দলের অন্য একজন প্লেয়ার দরকার যে আসলে ধারাবাহিক হতে পারে।”

এখানেই শেষ নয়, পারে আরও মন্তব্য করে তিনি বলেন, “একজন অধিনায়ক হিসাবে, আপনার এমন একজন দরকার যে আপনার জন্য ম্যাচ জেতাবে। প্রতিটি ম্যাচ না হলেও, প্রতি তিন-চারটি ম্যাচে সে তো পারফরম্যান্স দেখাবেই। আইপিএল একটি বড় টুর্নামেন্ট। এখানে প্রচুর ম্যাচ হবে, কিন্তু আপনি এমন একজনের উপর নির্ভর করতে পারবেন না যে একাধিক ম্যাচ খেলে এক ম্যাচে রান বানায়।” রাজস্থানের হয়ে গত দুই মরশুমে ক্যাপ্টেনসি করছেন সঞ্জু, প্রথম সিজিনে তার নেতৃত্বে ফাইনালে পৌঁছে ছিল দল তবে হার্দিকের টাইটানসের কাছে পরাস্ত হতে হয় তাদের।

আরও পড়ুন: IPL 2024: রোহিত শর্মা দল ছাড়তেই মুম্বাই ইন্ডিয়ান্স কে আলবিদা করছে বুমরাহ ও স্কাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *