DURBAN, SOUTH AFRICA - DECEMBER 27: Dale Steyn of South Africa celebrates the wicket of Murali Vijay of India for 97 runs during day 2 of the 2nd Test match between South Africa and India at Sahara Stadium Kingsmead on December 27, 2013 in Durban, South Africa. (Photo by Duif du Toit/Gallo Images/Getty Images)

 

যে সময় বিরাট কোহলি এবং তার দল দক্ষিণ আফ্রিকায় ভারতীয় তেরঙ্গাকে উঁচুতে ওড়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন, তখন ভারতীয় ফ্ল্যাগকে নিয়ে দক্ষিণ আফ্রিকার একটা ভুল তাদের নিশ্চিতভাবেই চমকে দেবে। যেখানে ভারতীয় দল তাদের প্রথম টেস্টের জন্য প্র্যাকটিস করছে সেই কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে শুরুতে ভারতীয় পতাকার উপরের দিকটা নীচের দিকে লাগনো হয়েছে। পরে অবশ্য গ্রাউন্ড কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে তা ঠিক করে নেয়। অন্য যে কোনো ট্যুরের মতই ভারতীয় তেরঙা পতাকা টাঙানো হয়েছিল স্টেডিয়ামের প্রেস বক্সের ডানপাশে দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পতাকার সঙ্গে।

অন্যদিকে পতাকা লাগানোর সময় গ্রাউন্ড আধিকারিকেরা ভারতীয় পতাকার উপরের দিকটা নীচের দিকে লাগিয়েছিল, যার ফলে ভারতীয় পতাকার সবুজ রঙটা চলে যায় উপরের দিকে এবং কমলা রঙটি চলে আসে নীচের দিকে। হিন্দুস্তান টাইমসের মতে ভারতীয় টিমের প্র্যাক্টিসের প্রথম ভাগে ভারতীয় পতাকা ওইভাবে টাঙানো ছিল, যতক্ষণ না কেউ সেটা নজর করে এবং তা ফের সঠিকভাবে তা লাগানো হয়।

অন্যদিকে ভারত তিনম্যাচের এই সিরিজে শুরুটা দুর্দান্তভাবে করতে চাইছে। যদিও ইতিহাস এবং পরিস্থিতি তাদের অনুকূলে নেই, ব্যবধান ভারতের বিপক্ষেই রয়েছে। ১৯৯২এ ভারতের প্রথম দক্ষিণ আফ্রিকা সফর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ১৭টি টেস্টের মধ্যে মাত্র দুটিই জিতেছে। তারা এখনও এখানে কোনো সিরিজ জেতেনি এবং ২০১০-১১ মরশুমে ১-১ ফলাফলই এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সেরা প্রদর্শন। যদিও বর্তমান ভারতীয় দলের প্রতি প্রত্যাশা রয়েছে আকাশ ছোঁয়া, কারণ এই দলটি ঘরের মাঠে পরপর ৯টি টেস্ট সিরিজ জিতেছে যার মধ্যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ফলাফলে হারানোর সিরিজও রয়েছে।

 • SHARE
  সাংবাদিক, আদ্যন্ত ক্রীড়াপ্রেমী। ব্রায়ান লারা সচিনের ভক্ত। ক্রিকেটের বাইরে ব্রাজিলের সমর্থক এবং নেইমার ও মেসির অন্ধ ভক্ত।

  আরও পড়ুন

  সঞ্জয় বাঙ্গার জানালেন কারণ, যে কারণে দীনেশ কার্তিক নয়, রায়নাকে করা হচ্ছে প্লেয়িং ইলেভেনে শামিল

  সঞ্জয় বাঙ্গার জানালেন কারণ, যে কারণে দীনেশ কার্তিক নয়, রায়নাকে করা হচ্ছে প্লেয়িং ইলেভেনে শামিল
  ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের নির্নায়ক ম্যাচ আগামি কাল অর্থাৎ ১৭ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে।...

  ভারত বনাম ইংল্যান্ড: ধবন নন, বরং এই ক্রিকেটার তৃতীয় ওয়ানডেতে ইনিংস শুরু করতে পারেন রোহিতের সঙ্গে

  ভারত বনাম ইংল্যান্ড: ধবন নন, বরং এই ক্রিকেটার তৃতীয় ওয়ানডেতে ইনিংস শুরু করতে পারেন রোহিতের সঙ্গে
  ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ওপেনিং নিয়ে সমস্যা থেকেই গিয়েছে। টি২০ সিরিজেও ভারতীয় দলের ওপেনিং জুটি বিশেষ কিছুই...

  রেকর্ড: তৃতীয় ম্যাচে আর মাত্র ৬২ রান করলেই যুবরাজের এই রেকর্ড নিজের নামে করে নেবেন ধোনি

  রেকর্ড: তৃতীয় ম্যাচে আর মাত্র ৬২ রান করলেই যুবরাজের এই রেকর্ড নিজের নামে করে নেবেন ধোনি
  আগামি কাল অর্থাৎ মঙ্গলবার ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় তথা নির্নায়ক ম্যাচের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। দু’দেশের...

  ইংলিশ ক্লাব সমারসেটের সাথে চুক্তিবদ্ধ হলেন আজহার আলী

  অভিজ্ঞ পাকিস্তানি ওপেনার ও সাবেক একদিনের আন্তর্জাতিক অধিনায়ক আজহার আলী বর্তমানে স্যাডলে অবস্থান করছেন - কাউন্টি ক্রিকেটে...

  আইসিসি র‍্যাঙ্কিং: আইসিসি জারি করল খেলোয়াড়দের টেস্ট র‍্যাঙ্কিং , জেনে নিন টপ ১০ কতজন ভারতীয়

  আইসিসি র‍্যাঙ্কিং: আইসিসি জারি করল খেলোয়াড়দের টেস্ট র‍্যাঙ্কিং , জেনে নিন টপ ১০ কতজন ভারতীয়
  শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা একতরফা জিত হাসিল করে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশের বিরুদ্ধে...