দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দিলেন রাবাদা ! 1

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেস বোলার কাগিসো রাবাদা। দিল্ল ক‍্যাপিটালস এর হয়ে বিপক্ষের ব‍্যাটসম‍্যানদের অন‍্যতম চিন্তার কারন হয়ে উঠেছিলেন তিনি।২০১২ সালের পর এই প্রথম বার প্লে অফে দিল্লি।আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো রাবাদার নেওয়ার ২৫ টি উইকেট।যার সুবাদে এখন এবছরের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন তিনি। ইকোনমি রেট টিও চমকপ্রদ, ৭:৮২ ।দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দিলেন রাবাদা ! 2টুর্নামেন্টের লিগ পর্বে শেষের দিকে হঠাৎ পিঠে ব‍্যাথা অনুভব করে রাবাদা। বিষয়টি প্রকাশ‍্যে আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। সামনেই বিশ্বকাপ, অথচ দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ সদস্য চোটের কবলে পড়ায় তরিঘড়ি করে রাবাদার সাথে যোগাযোগ করেন তারা। এরপর তাকে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া, সামনেই বিশ্বকাপ তাই অযথা কোনও রকম ঝুঁকি নেইনি বোর্ড। প্রথমে ডেল স্টেইনের চোট তারপর আবার রাবাদা। দলের পেস এ্যাটাকের অন‍্যতম দুই সদস্যের চোটগ্রস্ত হয়ে পড়ায় ঋতিমতো উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটছিলো বোর্ড কর্তাদের। এইবার তাদের খানিকটা স্বস্তি দিলেন এই তারকা পেসার।
দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দিলেন রাবাদা ! 3দিল্লি দলটির খুব কাছের হয়ে পড়েছিলেন রাবাদা, তাই দেশে ফিরে যাওয়ার আগে একটা সাক্ষাৎকারে তার গলায় ধরা পড়েছিলো হতাশা, জানিয়েছিলেন “টুর্নামেন্টের এমন একটা সময় দলকে ছেড়ে যাওয়ায় খানিকটা হতাশ আমি, যদিও সামনে বিশ্বকাপ তাই এমন সিদ্ধান্ত নিতেই হতো।দিল্লির হয়ে এই মরশুম দারুন কাটলো, দল যে জিতবে, সে বিষয়ে আশাবাদী আমি ” ।দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দিলেন রাবাদা ! 4দেশে ফিরে গেলেও দলের গতিবিধির দিকে তার নজর যে এড়ায় নি তা ফের প্রমাণ দিলেন তিনি, সম্প্রতি একটি পোস্টে রাবাদা জানান, দল প্লে অফে যাওয়ায় খুশী তিনি, খারাপ লাগছে দলের পাশে না থাকতে পেরে ,যদিও তিনি খুশী দ্রুত তার চোট সেরে ওঠায়।স্বাভাবিক ভাবেই রাবাদার এমন পোস্টের পর স্বস্তির নিঃশ্বাস ফেললো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকাকে স্বস্তি দিলেন রাবাদা ! 5

প্রসঙ্গত, মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্লে অফে নামতে চলেছে দিল্লি অন‍্যদিকে আগামী ৩০ শে মে ওভালে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা।যদিও এর আগে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম‍্যাচে মুখোমুখি হবে রাবাদারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *