এই খেলোয়াড়কে "লম্বা রেসের ঘোড়া" মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় 1

সম্প্রতি জয়পুরে রাজস্থান কে ঘরের মাঠে হারিয়ে দিয়েছিল দিল্লি ক‍্যাপিটালস।সেই ম‍্যাচে দলকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঋষভ পন্থ।তার ৩৬ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস সেদিন জয় এনে দিয়েছিল দিল্লিকে।ম‍্যাচ শেষে দিল্লির মেন্টর সৌরভের পন্থকে কোলে তুলে নেওয়ার ছবি এখন ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

এই খেলোয়াড়কে "লম্বা রেসের ঘোড়া" মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় 2

অন‍্যদিকে, ইতিমধ্যে এবছর ইংল‍্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপগামী ভারতীয় ক্রিকেট দল ঘোষনার পর থেকেই বিক্ষিপ্তভাবে কিছু মতভেদ তৈরী হয়েছে দেশের ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে।তার অন‍্যতম দুই কারন দুই ক্রিকেটারের দলে সুযোগ পাওয়া কে কেন্দ্র করে।দীনেশ কার্তিক এবং বিজয় শঙ্কর।আসলে অনেকেই প্রত‍্যাশা করেছিলেন দলে সুযোগ পাবেন ঋষভ পন্থ এবং আম্বাতি রায়ডু।দলে ঋষভ সুযোগ না পাওয়ার অন‍্যতম কারন হিসেবে নির্বাচকরা বলেছিলেন অভিজ্ঞতার কথা।অনেকেই পন্থের সুযোগ না পাওয়ায় হা – হুতাশ প্রকাশ করলেও বিষয়টা তেমন ভাবে দেখছেন না সৌরভ গাঙ্গুলী।

এই খেলোয়াড়কে "লম্বা রেসের ঘোড়া" মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় 3

বরং পন্থকে লম্বা রেসের ঘোড়া হিসেবে দেখছেন দাদা।তার কথা অনুযায়ী ইতিমধ্যে ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে পৌছেছেন ধোনি, কার্তিক।তাদের পরবর্তী দেশের উইকেট কিপারের জায়গা শুধু মাত্র পন্থের।অন্তত ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি বেশ কয়েকটা বিশ্বকাপ খেলবেন পন্থ, এমনটাই মনে করেন তিনি।

এই খেলোয়াড়কে "লম্বা রেসের ঘোড়া" মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় 4

প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), ,বাংলাদেশ ( ২ রা জুলাই(, শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধাওয়ান, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *