গত শনিবার এমন একটি ঘটনা ঘটেছিল, যা গোটা দেশ তথা বিশ্বের কাছে বেশ অবাকের ছিল। শনিবার জিম করতে গিয়ে অজ্ঞান হয়ে যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এরপর জানা যায়, মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের এবং তার হার্টে তিনটি ব্লকেজ রয়েছে। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে অনুরাগী, ভক্ত ও সহযোদ্ধারা কামনার বার্তা পাঠিয়েছেন।
সকলের মনে একটাই প্রশ্ন, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সৌরভ? ইতিমধ্যেই যা খবর, বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি এবং কথা বলতে ও বুঝতে পারছেন। এদিন সৌরভকে নিয়ে বৈঠকে বসে পাঁচ সদস্যের মেডিকাল বোর্ড। কাল সৌরভকে দেখতে আসছেন প্রখ্যাত ডাক্তার ডঃ দেবী শেটি, তিনি এসে সৌরভের স্বাস্থ্যকে পর্যবেক্ষণ করবেন।
জানা গিয়েছে, আগামী ৬ তারিখ অর্থাৎ বুধবার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সৌরভ। ইতিমধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে বুকের একটি ব্লকেজ সরানোর জন্য স্টেন্ট বসানো হয়েছে, বাকি দুই ব্লকেজের জন্য স্টেন্ট বসানো হবে কিনা, সে নিয়ে শেষ কথা বলবেন ডঃ দেবী শেটি।