বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যে কে সেরা? তুলনা নিয়ে সৌরভ গাঙ্গুলী দিলেন এই রায় 1

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমান সময়ের সবচেয়ে সেরা ব্যাটসম্যান। বিরাট কোহলি তিন ফর্ম্যাটেই বর্তমান ক্রিকেটের কিং। যার সামনে বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সমস্ত ব্যাটসম্যানকেই ফ্যাকাশে দেখায়। গত প্রায় ১৫ মাসে তো বিরাট কোহলিকে চ্যালেঞ্জ জানানোর মত কোনো ব্যাটসম্যানই প্রমানিত হচ্ছিল না।

আবারো স্টিভ স্মিথ মাঠে, বিরাট কোহলির সঙ্গে তুলনা হল চর্চার বিষয়

বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যে কে সেরা? তুলনা নিয়ে সৌরভ গাঙ্গুলী দিলেন এই রায় 2

এমনিতে ১৫ মাস আগে পর্যন্ত বিরাট কোহিলিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ চ্যালেঞ্জ জানাতেন, সেই সময় বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যে তুলনার চর্চা জোরদার ছিল কিন্তু তার বল ট্যাম্পারিং কান্ডের কারণে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পর তো বিরাট কোহলির ধারে কাছে কেউ থাকেনি। কিন্তু একবার আবারো সময় বদলেছে আর স্টিভ স্মিথ আবারো বিরাট কোহলির সামনে চ্যালেঞ্জ হিসেবে চলে এসেছেন। অ্যাসেজ সিরিজে ধামাকেদার প্রদর্শনের পর থেকে স্টিভ স্মিথ আবারো বিরাট কোহলির সঙ্গে তুলনার চর্চাকে গরম করে দিয়েছেন।

স্টিভ স্মিথ-বিরাট কোহলির মধ্যে আবার শুরু হয়েছে তুলনা

বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যে কে সেরা? তুলনা নিয়ে সৌরভ গাঙ্গুলী দিলেন এই রায় 3

স্টিভ স্মিথ বল ট্যাম্পারিংয়ের কারণে ক্রিকেট থেকে দূরে হওয়ার পরেও কিছু সময় পর্যন্ত টেস্টে এক নম্বর ব্যাটসম্যান থেকেছে কিন্তু ধীরে ধীরে কিছু মাসের মধ্যে তাকে বিরাট কোহলি অপদস্থ করে দিয়েছিলেন। আর কোহলি এক নম্বর ব্যাটসম্যান হয়ে যান। তো অন্যদিকে আবারো স্টিভ স্মিথ অ্যাসেজ সিরিজে দুর্দান্ত প্রদর্শন করে প্রায় ১১০এর গড়ে রান করার সঙ্গেই আবারো নিজেকে এক নম্বরে পৌঁছে দিয়েছেন আর কোহলিকেও পেছনে ফেলে দিয়েছেন।

সৌরভ গাঙ্গুলী জানালেন কে সেরা? স্মিথ না কোহলি

বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যে কে সেরা? তুলনা নিয়ে সৌরভ গাঙ্গুলী দিলেন এই রায় 4

এই অবস্থায় আবারো তর্ক শুরু হয়ে গিয়েছে স্মিথ না কোহলি কে সেরা? এটা নিয়ে বেশ কিছু তারকা নিজের নিজের রায় দিয়েছেন আর এর মধ্যেই ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও নিজের রায় দিয়েছেন। সৌরভ গাঙ্গুলী এই তুলনার প্রশ্ন বলেছেন এটা এমন একটা প্রশ্ন যার জবাব দেওয়া উচিৎ না। এটা কিভাবে গুরুত্ব পেতে পারে? এটা সম্পূর্ণই প্রদর্শনের ব্যাপার। বিরাট এই মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এই কারণে এটাই আমাদের খুশি করে। তো অন্যদিকে গাঙ্গুলী স্মিথকে নিয়ে বলেন যে ওর রেকর্ড ওর হয়েই বলে… ২৬টি টেস্ট সেঞ্চূরি যা একটা অভূতপূর্ব রেকর্ড। স্মিথকে অ্যাসেজ সিরিজ ২০১৯এ তার অসাধারণ প্রদর্শনের পর ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলী ভারতকে মানলেন দক্ষিণ আফ্রিকার উপর ভারি

বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যে কে সেরা? তুলনা নিয়ে সৌরভ গাঙ্গুলী দিলেন এই রায় 5

সৌরভ গাঙ্গুলী শেষে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের ভবিষ্যতবাণী করে ভারতকে এক সহজ ফেবারিট দল হিসেবে অভিহিত করেছেন। গাঙ্গুলী বলেন যে,

“ভারত ফেবারিট। দেশের মাঠে ভারত এক ভীষণই খতরনাক দল। ওদের হারানো ভীষণই মুশকিল আর এটা বছরের পর বছর ধরে চলে আসছে”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *