হুমকি চিঠি নিয়ে পুলিশে অভিযোগ সৌরভের 1

কলকাতা, ১১ জানুয়ারি: আগামী ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আর সেই অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য গত ৭ জানুয়ারি হুমকির চিঠি পান সিএবি সভাপতি৷ চিঠিতে লেখা হয়, “অনুষ্ঠানে যোগ দিলে মারাত্মক ক্ষতি হতে পারে!” হুমকিতে আরও বলা হয়, মেদিনীপুরের ওই অনুষ্ঠানে গেলে সৌরভকে মেরে ফেলা হবে৷ বেনামি এই চিঠি পেয়ে স্বভাবতই কিছুটা ভয় পেয়ে যান সিএবি প্রেসিডেন্ট৷

এরপর আর চুপ করে বসে থাকনেনি প্রাক্তন ভারত অধিনায়ক। হুমকি চিঠি নিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। এই বিষয়ে তিনি বলেন, “হ্যাঁ, জানুয়ারির ৭ তারিখ আমি একটি হুমকি চিঠি পেয়েছি। গোটটা ব্যাপারটা আমি পুলিশকে জানিয়েছি।”

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তারা। তদন্তের প্রয়োজনে সৌরভের সঙ্গেও কথা বলতে পারে পুলিশ। হুমকি চিঠির বিষয়টা নিয়ে এক পুলিশ কর্তা বলেন, “গোটা ব্যাপারটা আমরা গুরুত্বের সঙ্গেই দেখছি। আমরা দেখছি চিঠিতে সত্যিই ভয়ের ব্যাপার আছে নাকি ঠাট্টা-মস্করা করা হয়েছে। আমাদের অফিসাররা সেটা পরীক্ষা করে দেখছে। দরকার পড়লে সৌরভের সঙ্গেও কথা বলা হতে পারে।”

অন্য একটি সুত্রের খবর হল, এই হুমকি চিঠিটা সৌরভকে নয়, পাঠানো হয় তাঁর মা নিরুপা গঙ্গোপাধায়কে। সেখানে বলা হয়, “আপনার ছেলেকে এই অনুষ্ঠানে আসতে নিষেধ করা হচ্ছে। সৌরভ যদি সাহস করে আসার চেষ্টা করে তাহলে ওকে আর আপনি জীবিত দেখতে পাবেন না।” উল্লেখ্য, ২০০৮ সালে মেয়ে সানাকে অপহরণের হুমকি চিঠি পান মহারাজ। তাই হুমকি চিঠির বিষয়টা সৌরভের জীবনে এটাই প্রথমবার নয়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *