স্পিনকে মোকাবিলা করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নিক ওয়ার্নার, মত ক্লার্কের 1
মাইকেল ক্লার্ক

কঠিন সমস্যায় ভুগছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার! না, কোনও শারীরিক ব্যাধি বা মানষিক অশান্তি নয়। ভারতের মাটিতে রান না পাওয়া, অশ্বিনের বলে আউট হওয়া, ভারতী পিচে টার্ন না বুঝতে পারার সমস্যা। বহু চেস্টা করেও কিছুতেই এই সমস্যার সমাধান পাচ্ছেন না তিনি। এমনকী অস্ট্রেলিয়ান তাবড় তাবড় কিংবদন্তী ব্যাটসম্যানরাও তাঁকে এবিষয়ে সহায়তা করতে পারছেননা। অবশেষে মাইকেল ক্লার্কের বুদ্ধিতে ওয়ার্নার মুসকিল আসানের একটা রাস্তা পেলেন বইকি। কী সেই রাস্তা?

শুধুমাত্র অধিনায়কই নন, দলের মেন্টরের ভূমিকাও পালন করছে ইরফান পাঠান


সবাইকে অবাক করে দিয়ে ক্লার্ক ওয়ার্নারকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরনাপন্ন হতে বুদ্ধি দেন। কারণ, অস্ট্রেলিয়ার কিংবদন্তী এই ব্যাটসম্যান মনে করেন, বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে মহারাজের থেকে ভাল কেউই স্পিনারদের সামলাতে পারেননি। ভারতীয় এক সংবাদপত্রকে ক্লার্ক বলেন, ‘ওয়ার্নারের উচিত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করে কীভাবে ভারতের মাটিতে স্পিন বলের মোকাবিলা করবে তার কৌশল জানা। একজন বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে স্পিনের বিরুদ্ধে সৌরভের থেকে ভাল কেউইন খেলেননি। ওয়ার্নার বিভিন্ন রকম শট মারতে জানে। ওর ব্যাটে গভীরতা আছে। কিন্তু স্পিনের বিরুদ্ধে খেলতে ঠিক আত্মবিশ্বাস পাচ্ছেনা বলেই অশ্বিন ওকে সবথেকে বেশি বার আউট করেছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিরুদ্ধে ওয়ার্নার বরাবরই ভাল খেলে। কিন্তু ভারতের মাটিতে স্পিনের কাছে জুজু দেখে সে। তাই তার ক্রিকেট জীবনে তিনি ন’বার অশ্বিনের বলেই আউট হয়ছেন। চলতি টেস্ট সিরিজেও দুটি টেস্ট মিলিয়ে ওয়ার্নারের সংগ্রহ মাত্র ৯৮ রান। যেটা ওয়ার্নারের স্বভাবোচিত নয়।

চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়েই আইপিএলে খেলতে নাও পারে আশিষ নেহরা


এদিকে ক্লার্কের জবাবে ওয়ার্নারের উদ্দেশ্যে ভারতের প্রাক্তণ অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ওয়ার্নারকে এই পিচে আরও শক্ত হাতে লড়ে যেতে স্পিনারদের বিরুদ্ধে। এটা মেলবোর্ন, ব্রিসবেন বা এডিলেডের পিচ নয় যেখানে বল ঘোরেনা। ন্যাথন লিয়ঁ ও অস্ট্রেলিয়ান স্পিনাররা ভাল বল করায়, বিরাট কোহলির মত বিশ্বমানের ব্যাটসম্যানও এই পিচে কোনও রান পাননি এখনও পর্যন্ত। বিশেষ করে অশ্বিনের বল এই পিচে আরো বিষাক্ত হয়ে ওঠে।’ দাদার এই পরামর্শ নিয়ে রাঁচিতে ডেভিড ওয়ার্নার কী করেন সেটাই এখন দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *