এইবার এবি ডি ভিলিয়ার্সের তীব্র সমালোচনায় মাতলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মধ্যে দিয়ে প্রাক্তন তারকা এই ক্রিকেটারের তীব্র সমালোচনা করলেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছিলো একটি চাঞ্চল্যকর খবর, যেখানে জানা যায় অবসর ভেঙে দেশের জার্সি গায়ে ফের মাঠে নামতে চান এ বি।
এই মুহূর্তে বিশ্বকাপে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রোটিয়াস রা।১৯৯২ এর বিশ্বকাপে প্রথম বার অংশগ্রহণ করে এই দেশ।এরপর এতোবছরের ইতিহাসে এমন শোচনীয় পরিস্থিতির মুখোমুখি কোনও বারই হয়নি এই দল।প্রথমে ইংল্যান্ড, তারপর বাংলাদেশ এবং শেষে ভারত, পরপর তিন ম্যাচ হেরে এইবার টুর্নামেন্টে খানিকটা কোনঠাসা আমলারা।এরমধ্যে আছে আবার চোটাতঙ্ক, প্রথমে দলের অন্যতম তারকা পেসার ডেল স্টেইনের চোটের জন্য ছিটকে যাওয়া, তারপর নিগ্দি, আমলার মতো ক্রিকেটারদের চোটের জন্য ম্যাচে না পাওয়া, সবকিছু দারুন ভোগাচ্ছে এই দলকে।
ভারতের বিরুদ্ধে হারের পর দিনই এই খবর এসেছিলো প্রকাশ্যে।দলের অধিনায়ক, কোচ, এমনকি নির্বাচকদের কাছে অবসর ভেঙে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবি।কিন্তু তার সেই কথা কে খুব একটা আমোল দেওয়া হয়নি কোনও তরফে।
এবিষয়ে আখতারের বক্তব্য টাকার জন্য দেশের সাথে এমনটা করেছেন এবি।বিষয়ে আখতারের বক্তব্য ” সম্প্রতি দেখলাম এ বি ডি ভিলিয়ার্স বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছে।কিন্তু এমন খবর বিশ্বকাপে দেশের কঠিন পরিস্থিতি তে পড়ার সময় প্রকাশের মানে কি ।মানুষের ভুলে যাওয়া উচিত নয় , আইপিএল এবং পিএসএলের লোভনীয় চুক্তি ছেড়ে দেশের হয়ে খেলা কতটা কঠিন ছিলো ওর পক্ষে।তারাতারি অবসর নিয়ে নিজেকে বিশ্বকাপ খেলার থেকে সরিয়ে আইপিএল, পিএসএলে খেলার জন্য এমনটা করেছে ও।
প্রসঙ্গত, ক্রমশ গম্ভীর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সাউথ আফ্রিকা শিবিরে।পরপর তিন ম্যাচে হার, ইতিমধ্যে সেমিফাইনালের পথ খানিকটা কন্টকময় প্রোটিয়াস শিবিরে।এর মাঝে দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের জন্য মাঝের বাইরে।সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ঋতিমতো কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা সাউথ আফ্রিকা শিবির।এরই মাঝে দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট চিন্তায় ফেললো দু – প্লেসিসদের।
দলের মিডল অর্ডার ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডাসেন এর চোট পাওয়া তৈরি হলো জল্পনা।এবছরের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।গত ৫ ই জুন ভারতের বিরুদ্ধে খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছেন তিনি ,এমনটাই তৈরি হয়েছে জল্পনা।
এবারের বিশ্বকাপে সেমিফাইনাল যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে সাউথ আফ্রিকাকে । কারন না জিতলে পরবর্তী সময়ে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে এই দল তা বলাই বাহুল্য।এখনো অবধি এই দুই দেশ ৬১ টি একদিবসীয় ম্যাচে মুখোমুখি হয়েছে।এগিয়ে সাউথ আফ্রিকা , বিরাট ব্যবধানে , ৪৪-১৫ ।যদিও শেষ বার জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।যদিও সেই ম্যাচে খেলা হয়েছিল ২০১৬ এর জুন মাসে