আর কোনও জল্পনা নয় , পাকাপাকি ভাবে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান ! 1

আর কোনও জল্পনা নয় , পাকাপাকি ভাবে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান !

জল্পনা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম‍্যাচে চোট লাগার মধ্যে দিয়ে ।আঙুলের চোট ছিলো এতোটাই গুরুতর যে বিশ্বকাপ থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে যেতে হয়েছিল শিখর ধাওয়ান কে।সেইদিন ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্যত ত্রাস হয়ে দাড়িয়েছিলেন ধাওয়ান।কার্যত কোনও অজি বোলার তার হাত থেকে পাইনি রেহাই।ম‍্যাচে করেছিলেন ১০৯ বলে ১১৭ রান ।এইম‍্যাচে প‍্যাট কামিন্সের একটি ডেলিভারি থেকেই আঙুলে চোট পান ধাওয়ান।এমনকি সেই দিন ম‍্যাচে তাকে ফিল্ডিং করতে ও দেখা যায়নি।এরপর থেকে জল্পনা ক্রমশ জটিল আকার ধারনা করে।

পরবর্তী সময়ে দলের তরফে জানানো হয় ধাওয়ানের আঙুলের চোটের গুরুত্ব এতোটাই যে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাকে।অর্থাৎ গ্রুপ লিগের একাধিক গুরুত্বপূর্ণ ম‍্যাচ গুলোতে তার খেলা কার্যত অসম্ভব হয়ে দাড়ায়।

যদিও চোট লাগলেও দলের সাথেই ছিলেন তিনি।এমনকি পাকিস্তানের বিপক্ষে ম‍্যাচেও তাকে ভারতীয় ড্রেসিংরুমে দেখা গেছে।

এর আগে ভারতীয় দলের সহকারী কোচ সন্জয় বাঙ্গার বলেছিলেন ধাওয়ানকে নিয়ে এখনই বড়সড়ো কোনও সিদ্ধান্ত আসছে না ক্রিকেট বোর্ড।তাকে ১০ – ১২ দিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে।অর্থাৎ দলের এই তারকা ওপেনারের ক্ষেত্রে ধীরে চলো পন্থা অবলম্বন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু বর্তমানে সূত্রে পাওয়া খবর অনুযায়ী ধাওয়ানের চোটের গুরুত্ব বর্তমানে এতোটাই যে তার পক্ষে কার্যত আর বিশ্বকাপের বাকী ম‍্যাচ গুলো খেলা আর সম্ভব হচ্ছেনা।তাই এইবারের মতো বিশ্বকাপের সফর, এখানেই শেষ হলো ধাওয়ানের।তার পরিবর্ত হিসেবে ঋষভ পন্থ ঢুক পড়লেন বিরাটের দলে।

প্রসঙ্গত, শেষ ম‍্যাচে ফের আরেকবার বিশ্বকাপের মন্চে পাকিস্তান কে হারিয়ে দিলো ভারত।এদিন ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রোহিত শর্মা।শুরু থেকে পাক বোলারদের বেধড়ক পেটানো শুরু করেন তিনি।খেলেন ১১৩ বলে ১৪০ রানের ঝোড়ো ইনিংস।প্রসঙ্গত , এইটাই রোহিতের কেরিয়ারে ২৪ তম একদিবসীয় শতরান।এদিন রোহিত কে ওপেন করতে নেমে যোগ্য সঙ্গত দিয়েছিলেন কে এল রাহুল।চোটের জন্য শিখর ধাওয়ান দলের বাইরে যাওয়ায় এই ম‍্যাচে ওপেনে সুযোগ পান রাহুল।এবং সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন রাহুল,খেলেন ৫৭ রানের ইনিংস।রাহুল এবং রোহিত প্রথম উইকেটে যোগ করেছিলেন ১৩৬ ।এছাড়াও ৬৫ বলে ৭৭ করেন বিরাট।এর জেরে ৫০ ওভার শেষে ভারতের স্কোর দাড়ায় ৫ উইকেটের বিনিময়ে ৩৩৬ ।সেই লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে ৪০ ওভারে ২১২ রান করেন তোলে সরফরাজরা, এবং শেষে ৮৯ রানে পরাজিত হয় বিরাটের কাছে।এর মধ্যে দিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের বিশ্বকাপের স্কোর লাইন দাড়ালো ৭-০।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *