বিশ্বকাপের দলে এই ক্রিকেটারের নির্বাচন ঘিরে ট্রোল হলেন রবি শাস্ত্রী 1
BRISBANE, AUSTRALIA - NOVEMBER 21: Ravi Shastri, Head Coach of India, looks on during game one of the the International Twenty20 series between Australia and India at The Gabba on November 21, 2018 in Brisbane, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

গত ১৫ ই এপ্রিল মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশ‍্যে এসেছিলো আগামী ক্রিকেট বিশ্বকাপে প্রতিনিধিত্ব কারী ভারতীয় ক্রিকেট দলের তালিকা।সেই তালিকা বের হওয়া সাথে সাথে তীব্র বিতর্ক দেখা দিয়েছিলো কয়েকজন ক্রিকেটারের অন্তর্ভুক্তী কে কেন্দ্র করে।তালিকায় ছিলেন বিজয় শঙ্কর।নির্বাচকরা বিজয়কে দলে সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে বলেছিলেন দলকে ত্রিমাত্রিক সাপোর্ট দেবেন বিজয়।

বিশ্বকাপের দলে এই ক্রিকেটারের নির্বাচন ঘিরে ট্রোল হলেন রবি শাস্ত্রী 2
India’s head coach Ravi Shastri speaks during a press conference ahead of the third cricket test match between England and India at Trent Bridge in Nottingham, central England on August 5, 2018. (Photo by Lindsey Parnaby / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read LINDSEY PARNABY/AFP/Getty Images)

অর্থাৎ ব‍্যাট , বল, ফিল্ডিং , সব ক্ষেত্রে নির্ভরতা দেবেন বিজয়।শুধু তাই নয় এবছর বিশ্বকাপের ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানে দেখা যাবে বিজয়কে , এমনটাই শোনা যাচ্ছিলো।এরপর থেকেই বিতর্কের ঝড় ওঠে দলে বিজয়ের থাকা কে কেন্দ্র করে।এখনও দলের নির্বাচনের বিষয়ে বিশেষ কিছু বলতে শোনা যায় নি ভারতের জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী কে।যদিও বিজয়ের নির্বাচনকে কেন্দ্র করে ট্রোল হলেন খানিকটা অন‍্যরকম ভাবে।সম্প্রতি বিজয়ের উইকিপিডিয়া পেজটিকে কেউ এডিট করে দিয়েছেন এবং সেখানে লিখেছেন বিজয় ব‍্যাটসম‍্যান হিসেবে তুলনামূলক ভাবে অনেকটাই এগিয়ে রায়ডুর থেকে এমনটাই মনে করেন রবি শাস্ত্রী ,যখন তিনি মদ‍্যপান করে থাকেন।

বিশ্বকাপের দলে এই ক্রিকেটারের নির্বাচন ঘিরে ট্রোল হলেন রবি শাস্ত্রী 3
Indian cricket captain Virat Kohli and Director Ravi Shastri at Taj Lands End, Bandra on Friday. Express photo by Kevin DSouza Mumbai 21-11-2014.

স্বাভাবিক ভাবেই বিষয়টি ভাইরাল হতে খুব বেশি একটা সময় লাগেনি।প্রসঙ্গত, আগামী ৫ ই জুন সাউথহাম্পটনে দক্ষিন আফ্রিকার বিপরীতে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।এরপর ওভাল এবং নটিংহ‍্যামে বিরাটবাহিনী মুখোমুখি হবে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।এবং এরপর ম‍্যান্চেষ্টারে ১৬ ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাটরা।এছাড়াও পরবর্তী সময়ে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ( ২৭ শে জুন ), ,বাংলাদেশ ( ২ রা জুলাই(, শ্রীলঙ্কা ( ৬ ই জুলাই ) মুখোমুখি হবে ” মেন ইন ব্লু ” ।

বিশ্বকাপের দলে এই ক্রিকেটারের নির্বাচন ঘিরে ট্রোল হলেন রবি শাস্ত্রী 4
LEEDS, ENGLAND – JULY 16: India coach Ravi Shastri during a net session at Headingley on July 16, 2018 in Leeds, England. (Photo by Gareth Copley/Getty Images)

একনজরে এবারের ভারতীয় ক্রিকেট দল :

বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা(সহ অধিনায়ক), ধাওয়ান, রাহুল,বিজয় শংকর, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা,ধোনি, কার্তিক,কুলদীপ যাদব,চাহাল,ভুবনেশ্বর কুমার,বুমরাহ,হার্দিক পান্ডিয়া,মহম্মদ শামি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *