রবিবার ছিল ফাদার্স ডে, কিন্তু সেই সঙ্গেই এই দিনটিকে স্মরণীয় করে রাখল ভারত পাকিস্তানের ম্যাচ। ভারত আর পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা কোনো ছোটো টুর্নামেন্ট নয় বরং বিশ্বকাপের মত বড়ো টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল। শেষে এই ম্যাচ ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে ৭-০ লীড নিয়ে ফেলে।
পাকিস্তানকে ফাদার্স ডেতে শার্লিন চোপড়া এভাবে রাগালেন
সবসময়ই ভারত আর পাকিস্তানের মধ্যে খেলা হুয়া ক্রিকেট ম্যাচকে বাবা ছেলের লড়াই হিসেবে পেশ করা হয়। এই অবস্থায় ফাদার্স ডের দিন এই ম্যাচে বাবা ছেলের লড়াইকে বাস্তবিকতার রূপ দিয়ে দিয়েছে। ফাদার্স ডের দিন খেলা হওয়া ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচে প্রত্যেকেই পাকিস্তানকে রাগানোর চেষ্টা করেছে যার মধ্যে ভারত আর পাকিস্তানের লক্ষ লক্ষ্য সমর্থকরা রয়েছেন আর তাতে যোগ দিয়েছেন বলিউড তারকারাও।
ন্যুড ভিডিয়োতে শার্লিন পাকিস্তানকে করালেন বাবার স্মরণ
তাদের মধ্যেই একজন ভারতীয় অভিনেত্রী শার্লিন চোপড়া এই অবসরের ফায়দা তোলার সুযোগ হাতছাড়া করেননি। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া ফাদার্স ডের অবসরে ভারত-পাকিস্তান ম্যাচকে টার্গেট করে একটি ভীষণই বোল্ড ভিডিয়ো পোষ্ট করেছেন।
View this post on InstagramA post shared by Sherlyn Chopra (@sherlynchopra) on Jun 15, 2019 at 11:52pm PDT
এই ভীষণই বোল্ড ভিডিয়োতে তিনি পাকিস্তানকে ভারতের ছেলে বলেছেন আর লিখেছেন “যখন ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচের কথা হয় তো ভারত সবসময়ই পাকিস্তানের বাবা হয়ে থাকবে”।
আপনাদের জানিয়ে দিই যে যতই শার্লিন ভারতের বলিউড অভিনেত্রী হোননা কেনো কিন্তু তিনি সবসময়ই নিজের ন্যুড ছবি আর ভিডিয়োর জন্য আলোচনার কেন্দ্রে থাকেন। আরো একবার শার্লিন ন্যুড ভিডিয়ো পোষ্ট করা চাঞ্চল্য তৈরি করে দিয়েছেন। শার্লিন প্লেবয় ম্যাগাজিনের কভর ফোটোতে ন্যুড পোজ দেওয়া প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন।