কেন জার্সি নাম্বার টেন? - কারণটা শার্দুল নিজেই জানালেন 1

চার বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। এখনও মাঝেমধ্য়ে শচীনকে নিয়ে নানান পোস্ট চোখে পড়ে সোশ্য়াল মিডিয়াতে। তবে গত বৃহস্পতিবার সেই পুরনো আবেগটা যেন আবার নতুন করে ফিরে এসেছিল। আর তার কারণও আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্য়াচে অভিষেক হয় তরুণ পেস বোলার শার্দুল ঠাকুরের। বিশাল রানের লক্ষমাত্রা শ্রীলঙ্কার সামনে ছুঁড়ে দেওয়ার পর নতুন বল অভিষেকের মঞ্চে শার্দুলের হাতে তুলে দেন অধিনায়ক বিরাট কোহলি। বল হাতে তাঁর দৌড় যেই শুরু করেছেন, ক্রিকেট অনুরাগীদের চোখ একেবারে ছানাবড়া। এ কি কাণ্ড। শার্দুলের পিঠে লেখা জার্সি নাম্বার দেখে একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্রিকেট অনুরাগীরা। যে জার্সি নাম্বারকে ভারতীয় ক্রিকেট বোর্ড রিটায়ার করে দিয়েছে, সেই নাম্বার কি করে শার্দুলের জার্সিতে উঠে এল? সোশ্য়াল মিডিয়াতে এনিয়ে প্রচুর ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। বিসিসিআই’কে লক্ষ্য় করে যেমন কড়া কথা শোনানো হয়েছে, তেমনই শার্দুলকে ওই জার্সি খুলে ফেলার পরামর্শ বেশ চাঁচাছোলা ভাষাতেই দেওয়া হয়েছে।
বিসিসিআই এখনও পর্যন্ত এনিয়ে তাদের বক্তব্য় না জানালেও শার্দুলের মুখ থেকে জেনে নেওয়া যাক, কেনই বা তিনি বেছে নিলেন ওই নির্দিষ্ট নাম্বার। তার আগে জানিয়ে দেওয়া ভালো, কোনও খেলোয়াড় তার পছন্দের নাম্বার জানানোর পরই, বিসিসিআই তাঁকে সেই নাম্বার জার্সিতে ব্য়বহারের অনুমতি দেয়। এক্ষেত্রে শার্দুলকে নাম্বার টেন ব্য়বহার করতে দিয়ে ভারতীয় বোর্ড অগণিত ক্রিকেটপ্রেমীর সঙ্গে কথার খেলাপ করেছেন। কারণ, বলেই দেওয়া হয়েছিল, শচীনের সম্মানে জার্সি নাম্বার টেন’কে চিরকালের মতো অবসর দেওয়া হচ্ছে। সেখানে কখনও বলা হয়নি, সাময়িকভাবে অবসর দেওয়া হচ্ছে। আর একজন ক্রিকেটার হিসেবে শার্দুলের এই তথ্য়টি সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত।
শচীনের দশ নম্বর জার্সিটাই কেন পছন্দ হলো তাঁর। আরও তো অনেক নাম্বার বেছে নিতে পারতেন। নির্দিষ্ট করে ওই নাম্বারই কেন? শার্দুল তার জবাব নিজেই দিয়েছেন, মুম্বইয়ের এই ফাস্ট বোলারের জন্ম ১৯৯১ সালের ১৬ অক্টোবর। তাঁর জন্মের তারিখ (১৬+১০+১৯৯১) মেলানো হলে তার ফল সংখ্য়া নাকি দশ হয়। আর সেই কারণেই নাম্বার টেন’কে তার জার্সি নাম্বার হিসেবে বেছে নিয়েছেন শার্দুল। এখানে বলে রাখা ভালো, আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলেন শার্দুল। আর তার জার্সির পেছনে শচীনের এসআরটি’র মতো তিনি এসটি লিখে রাখেন। আর এনিয়ে কথাও উঠেছিল। তাই এবারও তিনি ইচ্ছে করে নজর কাড়তে চাননি, এই প্রসঙ্গ উড়িয়ে দেওয়া যায় না। কারণ, তাঁর জন্মের তারিখের যোগ করলে কিভাবে তার মোট ফল দশ দাঁড়ায়, তার ধরন শার্দুল জানানি। ঠিক একইভাবে আইপিএলের সময় তাঁর জার্সিতে পুরো নাম না লিখে, সংক্ষেপে এসটি শব্দ কেন ব্য়বহার করেন, তাও জানানি শার্দুল।
এদিকে, সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। মজা করে সেখানে শার্দুলের ছবিতে তাঁর উদ্দেশে হিটম্য়ান লিখেছেন, ”আরে ভাই, তোমার জার্সি নাম্বার কত?”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *